• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা সাগর হুদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০২:৩৮ পিএম
না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা সাগর হুদা

খুব অল্প সময়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন সাগর হুদা। এই অভিনেতার কয়দিন আগেই ছিল জন্মদিন। সেই জন্মদিনে তার সহ-শিল্পীদের ফেসবুক ওয়ালে তাকে নিয়ে ঘুরছিলো বিভিন্ন শুভেচ্ছা বার্তা। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই এখন তারকাদের ফেসবুক ওয়ালে ঘুরছে তাকে নিয়ে শোক বার্তা।

আজ বুধবার (৩০ আগস্ট) হঠাৎ পৃথিবীর মায়া ত্যাগ করেন সাগর হুদা। তার এই মৃত্যুর খবরে হতবাক সবাই। অপূর্ব থেকে মেহজাবিন, প্রায় সব তারকাই তার এই মৃত্যুতে শোক জানাচ্ছেন।

অভিনেতার বড় ভাই কাজী তপন বলেন, ‘‘ভোরে মারা গেছেন সাগর হুদা। কুষ্টিয়ায় মারা যাওয়ার পর তাঁর মরদেহ এখন ঢাকায় নিয়ে আসা হচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘ভোর সোয়া পাঁচটার দিকে মারা গেছেন বলে চিকিৎসকের বরাতে জানতে পেরেছি। এখন আর কথা বলার মতো অবস্থায় নেই। সবাই সাগরের জন্য দোয়া করবেন।’’

এদিকে নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর শতাধিক নাটকে অভিনয় করেছেন সাগর হুদা। হঠাৎ এই মৃত্যুর খবর বান্নাহকে ভীষণ মর্মাহত করেছে। এই মুহূর্তে ব্যাংককে থাকা বান্নাহ বলেন, ‘‘এটা অবিশ্বাস্য। মানতেই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আপন ভাইকে হারালাম। সাগর ভাইয়ের পেশা ব্যবসা হলেও তিনি কিন্তু মঞ্চে অভিনয় করতেন, আবৃত্তিও করতেন। অভিনয়ে অনেক পরে যুক্ত হলেও অভিনয় জেনে এসেছিলেন। অল্প সময়ে অভিনয়ে অনেকের আস্থার নামও হয়েছিলেন।’’

নির্মাতা হাবিব শাকিল ফেসবুকে লিখেছেন, ‘আমার টিভিতে প্রচারিত প্রথম নাটক “মাস্টার প্ল্যানার” দিয়ে সাগর ভাইয়ের সঙ্গে কাজ শুরু। কিছুক্ষণ আগে মেহজাবীনের স্ট্যাটাস দেখে কিছুক্ষণের জন্য শরীরটা অচল হয়ে গিয়েছিল। সাগর ভাই, আপনাকে তো আমরা সবাই ভালোবাসি, আপনি তো সবার প্রিয়। কথাগুলো তো এখনো বলা হয়নি ভাই। আমাদের সবার মিলনস্থলে আপনার আগে পৌঁছানোটা মেনে নিতে পারছি না ভাই

২০১৩ সালে তানভীর হোসেন প্রবালের পরিচালনায় অ–এর গল্প দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন সাগর হুদা। এরপর বান্নাহর পরিচালনায়্সও অনেক নাটকে অভিনয় করেন তিনি। সর্বশেষ অভিনয় করেন ‘ও আমার বোন না’ শিরোনামের একটি নাটকে। সাগর হুদা অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে, ‘বেয়াইন আই লাভ ইউ’, ‘খটকা’, ‘হারাম’, ‘ন্যাপকিন’, ‘দ্য জু’, ‘সুইপারম্যান’, ‘শুক্রবার’, ‘আক্কেলসেলামি’।

 

 

 

Link copied!