• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিকিটে নাম না থাকায় যা বলছে মাইলস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২২, ০৯:৫১ পিএম
টিকিটে নাম না থাকায় যা বলছে মাইলস

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিলো এই জমকালো গানের আসর। এখানে গান করেন ভারতীয় অস্কারজয়ী এ আর রহমান। সেই সঙ্গে বাংলাদেশ থেকে পারফর্ম করেছেন বাংলাদেশের ব্যান্ডদল মাইলস এবং লোকগানের সম্রাজ্ঞী মমতাজ।

তবে আক্ষেপের বিষয় কনসার্টের টিকিটের গায়ে শুধু এ আর রহমানের নাম ছিলো। সেখানে লেখা হয়নি মাইলস এবং লোকগানের সম্রাজ্ঞী মমতাজের নাম। 

গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা হয় মাইলস ব্যান্ডের অন্যতম প্রধান গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য হামিন আহমেদের সঙ্গে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘কেউ যদি মনে করে যে মাইলসের মতো ব্যান্ডের নাম উল্লেখ করার দরকার নেই তাহলে আমরা কীভাবে তাদের বোঝাব! আমরা কী বলবো? আমাদের নাম কেন দিলেন না, জানতে চাইবো? এতে তো নিজেদেরই ছোট করা হয়। 

আমি আমার জায়গায় দাঁড়িয়ে আমার কাজটা করেছি। কিন্তু আপনি মাইলসের নাম দিলেন না, তো এ দেশে মিউজিক করে তাহলে লাভটা কী হলো?’

কিছু সংবাদপত্রে ভুল ছবি ছাপা হওয়া নিয়েও অভিযোগ করেন হামিন আহমেদ। তিনি বলেন, ‘কিছু সংবাদপত্র ভুল ছবি ছেপেছে। তারা লিখেছে ২৯ তারিখ কনসার্টে গান পরিবেশন করবেন মাইলস এবং মমতাজ। মমতাজের ছবি ঠিক আছে। কিন্তু মাইলসের ছবি তারা ভুল ছেপেছে।’

হামিন আহমেদে আরও বলেন, ‘একমাত্র আমাদের শ্রোতারাই ঠিক। শ্রোতারা ভুল করেন না। শ্রোতা আছেন বলেই আমরা এখনও গান করি। বাংলা গানকে নিয়ে যেতে পারছি চারদিকে।’
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!