• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফারুকী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ১২:৫১ পিএম
টিকা নিয়েও করোনায় আক্রান্ত ফারুকী

করোনা প্রতিরোধক টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার সকালে নিজেই খবরটি ফেসবুকে জানিয়েছেন তিনি। ফারুকী লিখেছেন, “সব ধরনের সতর্কতা মেনে চলার পরেও করোনায় আক্রান্ত হলাম। সবাই সাবধানে থাকবেন এবং আত্মবিশ্বাস রাখুন।”

May be an image of 1 person, sitting, standing and indoor

গত ২৬ এপ্রিল ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ফারুকী। যদিও তিনি তখন জানিয়েছিলেন, টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সে জন্য সবাইকে সাবধানে থাকতে বলেছিলেন। 

তখন ফারুকী ফেসবুকে লিখেছিলেন, “ওকে, এটা ঠিক যে আমি টিকা নিচ্ছি! তবে একটা কথা বলতে চাই, টিকা নেওয়া মানেই কিন্তু আপনি নিরাপদ তা না! ডাবল ডোজ টিকা নিয়ে মাসের পর মাস পার করার পরও আমার পরিচিত অনেকেই গত কয়দিনে করোনা পজিটিভ।”

May be an image of 3 people, people standing, people sitting and indoor

এদিক সম্প্রতি ফারুকী পরিচালিত ‘লেডিস অ্যান্ড জেন্টেলম্যান’ প্রকাশ পেয়েছে ভারতীয় প্ল্যাটফর্ম জি-ফাইভে। কর্মক্ষেত্রে নারীদের প্রতি যৌন হয়রানির বিষয় নিয়ে এটি নির্মিত হয়েছে, যা দুই বাংলায় প্রশংসিত হয়েছে। 

Link copied!