• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

জন্মদিনে সোনামের ছবি ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১১, ২০২২, ০৫:৩৬ পিএম
জন্মদিনে সোনামের ছবি ভাইরাল

সোনাম কাপুর বলিউডের একজন জনপ্রিয় নায়িকা। অন্যদিকে এক সময়ের রূপালি পর্দা কাঁপানো নায়ক অনিল কাপুরের মেয়ে। বলিউড এই নায়িকা এবার মা হতে চলেছেন।

৯ জুন ছিল এই অভিনেত্রীর জন্মদিন। শুভ এই দিনে তার একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে তাকে দেখা যায় পাশ্চাত্যের পোশাকে অন্তঃসত্ত্বা নায়িকা তার স্ফীত উদরে হাত রেখে বেবি বাম্প প্রকাশ করে পরীর সাজে দাঁড়িয়ে রয়েছেন এক স্থাপত্যের দুয়ারে।

তার এই ছবি দেখে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অভিনেত্রী। অনেকেই অবাক হয়ে লিখেছেন, মাতৃত্বকালীন রূপও এত সুন্দর! ৩৭ বছরের অভিনেত্রীর দিক থেকে চোখ সরানো যাচ্ছে না।

এদিকে বলিউডের দুই খ্যাতনামী পোশাক শিল্পী আবু জানি এবং সন্দীপ খোসলা সোনমের ছবিটি শেয়ার করেছিলেন। ছবির সঙ্গে লিখেছিলেন দীর্ঘ শুভেচ্ছাবার্তা।

আবু এবং সন্দীপের ভাষায়, “আমরা এই নারীকে খুব পছন্দ করি। ফ্যাশনের প্রতি তার নিরন্তর টান বহু সময়েই তাকে সকলের চেয়ে আলাদা করে তুলে ধরেছে। তিনি যা ভাবেন তাই পরেন। তার পোশাক-চেতনায় স্বাধীন সত্তা, আত্মবিশ্বাস এবং আনন্দ ধরা দেয়। এখন যেমন মাতৃত্বের সাজে গরবিনীর মতো দাঁড়িয়ে আছেন, আগামীর পথে নতুন যাত্রায় এমনই দৃপ্ত ভঙ্গি বজায় থাকুক।”

সোনম এখন গর্ভাবস্থার তৃতীয় ধাপে এসে পড়েছেন। আনন্দ অহুজা এবং ‘নীরজা’ অভিনেত্রীর কোল আলো করে কিছু দিনের মধ্যেই এসে পড়বে তাদের প্রথম সন্তান। সম্প্রতি সন্তান আগমন উদ্যাপনে তাসকানি উড়ে গিয়েছিলেন দম্পতি।

Link copied!