• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কোনালের পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৬:২৩ পিএম
কোনালের পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সংগীতশিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ‘বীর’ সিনেমায় ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গাওয়া গানের জন্য এবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় কোনাল। 

চলচ্চিত্র সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খান জিয়াউর রহমান রিটটি দায়ের করেন। রিটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় গায়িকা কোনাল। আর এই সিনেমার গানটি নিয়েই রয়েছে বিতর্ক। পুরনো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন, আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমায় ব্যবহার করা হয়। এ নিয়েই বিতর্ক ওঠে শোবিজ অঙ্গনে।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

Link copied!