• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

কী ফিরে পেলেন মৌসুমী?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ১১:৫৮ এএম
কী ফিরে পেলেন মৌসুমী?

পর্দায় অনিয়মিত হলেও দর্শকের হৃদয়ে রাজত্ব করেন চিত্রনায়িকা মৌসুমী। তবে ঢাকাই সিনেমার এই তারকাকে নিয়ে আলোচনা তুঙ্গে চলে আসে গত জুন মাসে। জায়েদ খান-ওমর সানীর দ্বন্দ্ব সামনে আসতেই আলোচনা বৃত্ত তৈরি করতে থাকে মৌসুমীকে কেন্দ্র করে।

ঘটনার শুরুতে কিছু না বললেও পরে সামজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মৌসুমী। একসময় সানী-জায়েদ ইস্যু চাপা পড়ে গেলেও এই তারকা ইঙ্গিতপূর্ণ পোষ্টের ইতি টানেননি।

আরও পড়ুন: মিডিয়ায় মিথ্যাচার করছে ওমর সানী : মৌসুমী

মঙ্গলবার (১৯ জুলাই) ইনস্টাগ্রামে ফের একটি পোস্ট দিয়েছেন মৌসুমী। নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, “হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ অন্য রকম।”

তবে কী ফিরে পেয়েছেন, তা স্পষ্ট করেননি মৌসুমী। এমন প্রশ্ন অনুরাগীরাও করেছেন মন্তব্যের ঘরে গিয়ে। কিন্তু সেখানেও সাড়া দেননি এই অভিনেত্রী।

আরও পড়ুন: মৌসুমী-সানীর সংসার ভাঙার চেষ্টায় ছিলেন জায়েদ

এদিকে চলতি মাসে ব্যক্তিগত বিপর্যয় কাটিয়ে কাজে ফিরেছেন মৌসুমী। নির্মিতব্য ‘সোনার চর’ চলচ্চিত্রের ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান প্রমুখ।
 

Link copied!