পরীমনির জন্মদিন মানেই এলাহিকাণ্ড। প্রতি বছর ২৪ অক্টোবর রাজধানীর পাঁচ তারকা মানের হোটেলে তিনি তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে থাকে আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড।
তবে এ বছর মাদক মামলায় কারামুক্তির পর পরীমনির জন্মদিন উদযাপন নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সব সংশয় উড়িয়ে দিয়ে এবারও জমকালোভাবে জন্মদিন পালন করবেন তিনি।
জানা গেছে, হোটেল রেডিসন ব্লুতে জন্মদিনের অনুষ্ঠান করবেন পরীমনি। এবারের আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড পুরুষদের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ।
ইতোমধ্যে আয়োজনের পূর্ব প্রস্তুতি শেষ। প্রিয় মানুষদের কাছে পৌছে গেছে দাওয়াত কার্ড। সব ঠিক থাকলে রেডিসন ব্লুতে সন্ধ্যার পর থেকে বসবে লাল-সাদার আসর। বাহারি আলোয় ভরে উঠবে তার আয়োজন।
তবে সন্ধ্যার পর জাকজমকপূর্ণ আয়োজন থাকলেও দিনের আলোয় অন্যভাবে দিনটি কাটবে পরীর। সকালটায় সময় দেবেন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে, তাদের সঙ্গে কাটবেন কেক, বিতরণ করেন বিভিন্ন উপহারসামগ্রী।