• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

কবীর সুমনের স্মৃতিকথা ইউটিউবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:১৫ পিএম
কবীর সুমনের স্মৃতিকথা ইউটিউবে

বাংলা সংগীতের নক্ষত্র কবীর সুমন। দীর্ঘ সংগীত জীবনে জমে আছে অনেক স্মৃতি। কখনো কাছের মানুষ পেলে সেই স্মৃতির জানালা খুলে বসেন। তিনি কথা বলতে বলতে সমুদ্র হয়ে যান। সেই কথার সমুদ্রের ঢেউয়ে ভাসতে থাকেন সামনে থাকা শ্রোতারা।

তবে এবার ডিজিটাল মাধ্যমে স্মৃতিকথা শোনাবেন কবীর সুমন। এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, শিগগিরই তিনি ইউটিউবে জীবনের নানা কথা শোনাবেন। অনুষ্ঠানের নামও ঠিক করে ফেলেছেন—বেজে ওঠা স্মৃতি।

বুধবার (১১ আগস্ট) সুমন লিখেছেন, “আমার অনেক দিনের ইচ্ছা ইউটিউবে আমার স্মৃতিকথা বলতে থাকি। আর দেরি নয়। আজই শুরু করছি রেকর্ডিং। ভিডিও নয়, খুব বড় ফাইল হয়ে যাবে। অডিও ফাইল বানাচ্ছি।”

স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পর ‘বেজে ওঠা স্মৃতি’র এক নম্বর পর্ব প্রকাশ করলেন নিজের ইউটিউব চ্যানেলে। তার ভক্ত-অনুরাগীরা বেশ পছন্দ করছেন সেটি।

মূলত একজন আধুনিক ও রবীন্দ্রসংগীত গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সংসদ সদস্য কবির সুমনের গল্প জানা যাবে এ আয়োজনে। জানা যাবে সুমন চট্টোপাধ্যায় থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে কবির সুমন হওয়ার গল্পটাও।

ভিডিওটি দেখুন:

Link copied!