আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।
মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় এসব কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা।
সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন বলে আহ্বান জানান এই নায়িকা,
পরীমনি বলেছেন, “আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা।”
পরীমনিকে চারদিনের রিমান্ড শেষে আজ দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত সংস্থা সিআইডি পরীমনির বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠুতদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
৫ আগস্ট (বৃহস্পতিবার) পরীমনি ও রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ওইদিন তাদের বিরুদ্ধে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।