হুড়োহুড়িতে পড়ে যান পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৫:৪৭ পিএম

পাঁচ দিনের রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনিকে মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন হাকিম আতিকুল ইসলাম।

রায় শোনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পরীমনি। আদালতের আট তলা ভবনের নিচে নামলে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড়ে হাঁটতে পারছিলেন না তিনি। তখন পুলিশবেষ্টিত হয়ে হাঁটার সময় পরীমনি হুড়োহুড়িতে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে হাতে-পায়ে ব্যথা পান তিনি। পড়ে যাওয়ার পর নারী পুলিশেরা তাকে টেনেহিঁচড়ে তুলে আবার গারদ থানায় প্রবেশ করান।

এর আগে সকাল ৮টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয় পরীমনিকে। সেখানে প্রথমে তাকে হাজতখানায় রাখা হয়েছিল।

গত ১৬ আগস্ট মাদক মামলায় পরীমনির জামিন চাওয়া হয়েছিল। তবে তার বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন সিআইডির তদন্ত কর্মকর্তা। তাই বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির বিষয়ে ১৯ আগস্ট দিন ধার্য করা করেন। রিমান্ড আবেদন পেন্ডিং থাকায় সেদিন জামিন আবেদনের শুনানি গ্রহণ করেননি আদালত।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ রেখেছে আদালত।

নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি ঢাকার চলচ্চিত্রে পরীমনি নামে অভিষিক্ত হন ২০১৫ সালে। সম্প্রতি এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি।

Link copied!