অমিতাভের ভক্ত ইমরান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ০১:৫৫ পিএম
অমিতাভের ভক্ত ইমরান

প্রথমবার ‘চেহরে’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করলেন ইমরান হাশমি। করোনাকাল কেটে গেলে ছবিটি মুক্তি পাবে। এই দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

এদিকে বলিউড শাহেনশাহর সঙ্গে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত ইমরান হাশমি। জানালেন, তিনি নিজেই অমিতাভ বচ্চনের বড় ভক্ত। এত দিন তাকে সরাসরি সেই কথা বলতে পারেননি। তবে এবার সেই সুযোগটা হয়েছে তার।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড অভিনেতা বলেন, “আজ থেকে নয়, বরং একদম ছোট বয়স থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত আমি। যাকে বলে একজন একনিষ্ঠ ভক্ত। প্রথম দেখাতেই ‘বিগ বি’ তার গাল ধরে আদরও করেছিলেন।”

শুটিং অভিজ্ঞতা নিয়ে ইমরান বলেন, “শুটিংয়ের সময় তার সঙ্গে অভিনয় করব কী, হাঁ করে তাকিয়ে থাকতাম। যতটা পেরেছি আমি তার আশপাশে থাকার চেষ্টা করেছি। আমার এমন কাছে থাকার চেষ্টা দেখে সে-ও মনে হয় সুযোগ করে দিয়েছে। আমার অভিনয় ক্যারিয়ারে অনেক বড় পাওয়া হলো এই ছবি।”

ছবির কাহিনিতে দেখা যাবে, এক ঝড়ের রাতে বিপদে পড়ে অমিতাভের বাড়িতে আশ্রয় নেন ইমরান এবং তার বন্ধু। অমিতাভের আবার রহস্য, খুন ভারি পছন্দের। গল্প বলার ছলে শুরু হয় জীবন-মরণ খেলা। অমিতাভ ও তার বন্ধুরা কায়দা করে ফাঁদে ফেলে ইমরানকে একপ্রকার বাধ্য করে এই খেলা খেলতে। মার্ডার মিস্ট্রি, টানটান থ্রিলারের উপকরণ দিয়ে তৈরি ছবি, তার ওপর আবার বলিউড শাহেনশাহ। সব মিলিয়ে এই ছবি নিয়ে দারুণ আশা ‘চেহরে’-এর নায়ক ইমরানের।

Link copied!