• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরপক্ষ অজুহাত খুঁজছে, নির্বাচন থেকে সরে যাওয়ার: রিয়াজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৭:৪৪ পিএম
অপরপক্ষ অজুহাত খুঁজছে, নির্বাচন থেকে সরে যাওয়ার: রিয়াজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। চলচ্চিত্র শিল্পীদের পদচারণায় মুখরিত এফডিসি প্রাঙ্গন। শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এফডিসিতে চিত্রনায়ক রিয়াজ বলেছেন, “অপরপক্ষ(মিশা-জায়েদ প্যানেল) অজুহাত খুঁজছে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে যাওয়ার। ইলেকশন কমিশন যদি আরেকটি তফসিলের সুযোগ দিত, প্রতিপক্ষের অনেকেই মনোনয়ন ফেরত নিত। ”

রিয়াজ বলেন, “স্বল্প আয়ের শিল্পীরাও মানুষ। তাদেরকে আমরা কখনোই ছোটলোক বলিনি। আমার মনে হয়, শিল্পীদের যারা ছোটলোক বলে, তাদেরকে শিল্পীরা কেন ভোট দেবে। তারা আর প্রতারিত হতে চায় না। আমরা যখন এফডিসিতে শিল্পীদের জন্য সহায়তা নিয়ে এসেছিলাম, তখন ঢুকতে দেওয়া হয়নি। যাদের প্রয়োজন তাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেয়ারের জন্য শিল্পীদের ক্যামেরার সামনে সাহায্য দিব, সেটা ঠিক হবে না। আমরা ক্যামেরার পিছনে কাজ করেছি। জয়ের ব্যাপারে আমরা সাংঘাতিকভাবে আশাবাদী। আমরা কাজকে ভাগ করে নিয়েছি। আমরা সবাই মিলে কাজ করছি।”

নিপুণের ৫০টি ছবি বানানোর ঘোষণা নিয়ে মিশা সওদাগরের মন্তব্যের জবাব দিয়ে রিয়াজ বলেন, “প্রযোজক-পরিচালক সবাইকে এফডিসিতে বাজেয়াপ্ত করে রেখেছে একটি প্যানেল। তাহলে সিনেমা হবে কিভাবে। আমরা সবাইকে নিয়ে কাজ করব বলেছি। আমরা শিল্পী সমিতির নির্বাচনে সবাইকে নিয়ে কাজ করব। আশা করি মিশা ভাই এখন রিলেক্স করবে। তারপর বুঝতে পারবে, আমরা কিভাবে বছরে ৫০-৬০টি ছবি নির্মাণ করব।”

রিয়াজ আরও বলেন, “তারা মুখে অনেক বড় কথা বলেন। শিল্পীদের আবাসনের ব্যবস্থা করেন। কিন্তু এফডিসিতে এসে কিছু দেখি না। এফডিসিতে যে মোল্লা ভাই মুড়ি বিক্রী করত, তাকেও মুড়ির টিন গুছিয়ে তাদের সময়ে চলে যেতে হয়েছে।”

এবারের শিল্পী সমিতির নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করছে। যার একটি পক্ষে রয়েছে কাঞ্চন-নিপুণ এবং অপর পক্ষে রয়েছে মিশা-জায়েদ। 

Link copied!