• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ করলো কৃষকরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ০৪:১৩ পিএম
অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ করলো কৃষকরা

মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলেছে অক্ষয়-ক্যাটরিনা জুটির ‘সূর্যবংশী’ সিনেমা। দুই দিনেই আয় করেছে ৫০ কোটির রুপির বেশি। তবে কৃষকদের রোষের মুখে পড়তে হলো সিনেমাটিকে। ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরের সিনেমা হলগুলিতে ছবিটির প্রদর্শনী বন্ধ করলো কৃষকদের একটি দল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

প্রতিবাদী কৃষকরা জানিয়েছেন, কেন্দ্রের বিরুদ্ধে কৃষকরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে সমর্থন করেননি অক্ষয় কুমার। সেই কারণেই এই অভিনেতার ছবি প্রদর্শনী রুখে দিলেন তারা। এমনকি সিনেমা হলের বাইরে সাঁটানো পোস্টারও ছিঁড়ে ফেলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি জানিয়ে দেন, কেন্দ্র যতদিন না কৃষি আইন প্রত্যাহার করবে, ততদিন অক্ষয়ের সিনেমা প্রদর্শনী বন্ধ রাখতে হবে।

একমাত্র অভিনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয়। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে অনেকেই তাকে বিজেপির চোখের মণি বলেই ধরে নেন। সরকার বিরোধী কোনো বিষয়েই মুখ খুলতে দেখা যায় না তাকে। কৃষকদের আন্দোলন নিয়েও কখনো কোনো প্রতিক্রিয়া দেননি। সেই কারণেই এবার তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কৃষকরা।

গত বছর নভেম্বরে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় আন্দোলন শুরু করেছিলেন কৃষকরা। তাদের দাবি ছিল, এই তিন আইনের জন্য লাভের মুখ দেখতে পাবেন না কৃষকরা। সমস্যা মেটাতে কেন্দ্রের সঙ্গে ১১ দফা আলোচনাতেও বসেন কৃষকরা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনো মীমাংসা হয়নি।

Link copied!