• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

ফেরদৌস ও পূর্ণিমার ওপর জায়েদ খানের ক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৬:২৫ পিএম
ফেরদৌস ও পূর্ণিমার ওপর জায়েদ খানের ক্ষোভ
জায়েদ খান,ফেরদৌস, পূর্ণিমা। ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে নেচেছেন জায়েদ খান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সামনে নাচতে পেরে ভীষণ আনন্দিত তিনি। তবে, অনুষ্ঠানের সঞ্চালক চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার উপর ক্ষুব্ধ জায়েদ খান।

ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান বলেন, “অনুষ্ঠানের চিত্রনাট্য ঠিক করে দেওয়া হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভি থেকে। কিন্তু সাইমন-দীঘিকে নাচ পরিবেশনের আগে মঞ্চে ডেকে ফেরদৌস-পূর্ণিমা বললেন, ‘শিল্পী সমিতির পরিবেশনায় নাচ পরিবেশন করবেন সাইমন-দীঘি’। এটা কোনো কথা! অনুষ্ঠানের সব নাচ তো নৃত্যপরিচালক সোহাগের পরিবেশনায় হয়েছে। সোহাগের ক্রেডিট শিল্পী সমিতি নিয়েছে। আমাকে খোঁচা দিতে তারা এটি করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সামনে নিপুণকে বৈধ বানাতে চেয়েছেন। স্ক্রিপ্টের বাইরে গিয়ে নিজেদের মতো করে অনুষ্ঠান সঞ্চালনা করা অনৈতিক।”

এছাড়াও অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন ফেরদৌস ও পূর্ণিমা এমন অভিযোগ করেন জায়েদ খান।  

Link copied!