• ঢাকা
  • সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ফ্লোরিডায় বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৩:৪৯ পিএম
ফ্লোরিডায় বসন্ত উৎসবের মঞ্চ মাতালেন জায়েদ খান
একতারা বসন্ত উৎসবের মঞ্চে জায়েদ খান ও অন্যরা। ছবি: ফেসবুক থেকে

 

অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত শোয়ে পারফর্ম করছেন।

এ ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় গতকাল রাতে একতারা বসন্ত উৎসবের মঞ্চ মাতান জায়েদ খান। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজন করা হয় অনুষ্ঠানটির। জায়েদ খানের পাশাপাশি বাংলাদেশের আরো বেশ কজন তারকা এই অনুষ্ঠানে অংশ নেন।

জায়েদ খান বলেন, “নব্বই দশকের ঢাকাই সিনেমার গানের সঙ্গে পারফর্ম করেছি। আমার সঙ্গে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে ছিল। উন্মুক্ত অনুষ্ঠানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি অনেক মুগ্ধ হয়েছি।”

এদিকে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। 

Link copied!