• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার প্রবাসীর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৯:৫৪ পিএম
এবার প্রবাসীর হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জায়েদ খান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত

বছরজুড়ে আলোচনা-সমলোচনা যেন পিছু ছাড়ে না চিত্রনায়ক জায়েদ খানের। এরমধ্যেও দেশ-বিদেশে নিজের কাজটা ঠিকভাবে চালিয়ে যাচ্ছেন তিনি। এর ধারবাহিকতায় এবার প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।

রোববার (১৯ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একুশে টেলিভিশনের সিনিয়র প্রডিউসার ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা বলেন, “মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। প্রবাসীসহ দেশের সব স্তরের মানুষের নাগালে হেলিকপ্টার সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে। এই অগ্রযাত্রায় জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো।”

রনি রেজা আরও বলেন, “প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জায়েদ খান বিভিন্ন অংশগ্রহণমূলক এবং প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন। আশা করছি, তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরও অধিকসংখ্যক মানুষের সেবা দিতে পারব।”

এর আগে, শনিবার (১৮ মে) রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ক একটি পোস্ট করেন। সেখান থেকেই তার ভক্তরা আঁচ করতে পারেন জায়েদ খান প্রবাসী হেলিকপ্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন।

জায়েদ খান বলেন, “হেলিকপ্টার এখন শুধু বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো কোথায় যাব, কী করব, ঝামেলা মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।”

Link copied!