• ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০, ২৮ রমজান ১৪৪৬

শ্রাবন্তীকে অশালীন স্পর্শের চেষ্টা যুবকের, অতঃপর যা হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০১:০৮ পিএম
শ্রাবন্তীকে অশালীন স্পর্শের চেষ্টা যুবকের, অতঃপর যা হলো
শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। একটি শোতে অংশ নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এই নায়িকা। সেখানে এক যুবক তাকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন আর তাতেই বেজায় চটে যান অভিনেত্রী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সে ভিডিও।

ইনস্টাগ্রামের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রাবন্তীকে দেখার জন্য তখন তীব্র ভিড় জমেছে। অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছনোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে। 

সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছানোর চেষ্টা করছিলেন অভিনেত্রী। তাকে দুহাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তার নিরাপত্তারক্ষী। এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে, তার ছবি তুলতে, এমনকি তাকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন। বুঝতে পেরেই তৎক্ষণাৎ বেজায় চটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী। একজনকে এক চড় মেরেও দেন তিনি। রেগে কিছু একটা বলতে দেখা যায় তাকে।
যদিও ভিডিওতে তা শোনা যায়নি। তবে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও উঠে আসতেই, অভিনেত্রীর ওপর এ ধরনের নোংরা, অশালীন আচরণে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। 

তবে আবার কিছু লোকজন এই ভিডিওর নিচেও অশালীন মন্তব্য করে শ্রাবন্তীকে ট্রল করেছেন। তবে কোথায়, কবে এ ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়টি স্পষ্ট নয়।এদিকে সম্প্রতি ফিল্ম ফেয়ারের রেড কার্পেটে ভুল ইংরেজি বলে ট্রলের শিকার হয়েছিলেন অভিনেত্রী। 

Link copied!