• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৬

ঈদে ওটিটিতে দেখা যাবে শরিফুল রাজকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৪:৫৮ পিএম
ঈদে ওটিটিতে দেখা যাবে শরিফুল রাজকে

বর্তমান সময়টা ভালো যাচ্ছেনা চিত্রনায়ক শরিফুল রাজের। সাম্প্রতিক সময়ে ব্যক্তিজীবন ঘিরেই আলোচনা-সমালোচনায় আছেন তিনি। অবশেষে ভক্ত-দর্শকদের জন্য সুখবর নিয়ে এলেন রাজ। আসন্ন ঈদে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই অভিনেতাকে।

জানা গেছে, মেহেদি হাসিবের নির্মিত ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজ দিয়ে ছোট পর্দায় কামব্যাক করছেন রাজ। সাতপর্বের নতুন এই সিজনের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ম্যাক্স রহমান।

নতুন এই ওয়েব সিরিজ প্রসঙ্গে রাজ বলেন, “এই ওয়েব সিরিজটির গল্প দর্শক পছন্দ করবে বলে আমার ধারণা। দীর্ঘদিন আমার নতুন কোনো কাজ আসেনি। ‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকেরা আবার আমাকে খুঁজে পাবে। দেখার পর তাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এখন এর বেশি কিছু বলতে চাাচ্ছি না।”

‘ইনফিনিটি ২’ ওয়েব সিরিজে রাজ ছাড়াও মুখ্য চরিত্রে আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল, মুমতাহিনা চৌধুরী টয়া, সুমন আনোয়ার, সাঞ্জু জন, সামিয়া অথৈসহ অনেকে।

‘দামাল’ মুক্তির পর দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থেকে ‘ইনফিনিটি ২’দিয়ে আবারও ফিরলেন এই অভিনেতা। ওয়েব সিরিজটি ঈদুল আযহাতে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে।

 

Link copied!