• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

দিলজিতে মাতলেন যশ-নুসরাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০১:৫১ পিএম
দিলজিতে মাতলেন যশ-নুসরাত
নুসরাত জাহান এবং যশ দাশ গুপ্ত, দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের গানে মাতলেন তারকা দম্পতি যশ দাশ গুপ্ত  ও  নায়িকা নুসরাত জাহান। প্রিয় গায়কের সুরেলা আয়োজন উপভোগ করলেন টলিউডের এই তারকা জুটি। একসঙ্গে নাচলেন দিলজিতের ‘লাভার’ গানে।

শনিবার (৩০ নভেম্বর) রাতে দিলজিতের কনসার্টটি উপভোগ করেন অসংখ্য তারকাসহ কলকাতাবাসী।

বাংলা গান করেই মঞ্চ মাতান পাঞ্জাবি এই রকস্টার। এখানেই শেষ নয়, কলকাতার শো যাতে ভালো হয়, সেই প্রার্থনা নিয়েই দক্ষিণেশ্বরে পুজোও দিয়েছিলেন এই গায়ক ও অভিনতা।

পাঞ্জাবি স্টারের গানের অনুরাগী যশ ও নুসরত। তাই সুযোগ পেয়েই কনসার্টে চলে যান।

কনসার্টে নুসরাতের পরনে ছিল ফ্লুরোসেন্ট কালারের জ্যাকেট। যশ পরেছিলেন নীল টি-শার্ট। 

দিলজিৎ মঞ্চে যখন নিজের সুপারহিট গান ‘লাভার’ গাইছিলেন তখন রোম্যান্টিক হয়ে ওঠেন নুসরাত ও যশ। নাচতে নাচতেই করেন প্রেমের অঙ্গীকার। 

দিলজিৎকে ট্যাগ করে কনসার্টের ভিডিও শেয়ার করেন নুসরত। ক্যাপশনে এই নায়িকা লেখেন, ‘মনের সবটাই দিয়ে দিলাম।’

এবারের লক্ষ্মীপুজার দিন বড় চমক দিয়েছিলেন যশ-নুসরত। নিজেদের নতুন সিনেমা ‘আড়ি’র ঘোষণা করেছিলেন তারা। 

‘সেন্টিমেন্টাল’ সিনেমা থেকেই নিজের প্রযোজনা সংস্থা শুরু করেছেন এই তারকা দম্পতি। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই এই নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নুসরাত জাহান এবং যশ দাশ গুপ্ত।

তাদের সিনেমার নাম ‘আড়ি’। এমাস থেকেই  শুটিং শুরু করার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন জিৎ চক্রবর্তী। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী চট্টোপাধ্যায়।

Link copied!