বিশ্বজুড়ে সমাদৃত তুর্কি সিরিজ ‘বড় ভাই’ এবার চলবে বাংলাদেশে। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’। মাছরাঙা টেলিভিশন পর্দায় আনছে একটি সিরিজ।
আন্তর্জাতিকভাবে সিরেজটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি তুরস্কের এটিভি চ্যানেলে প্রথম প্রচার হয় ২০২১ সালে। অল্প সময়ের মধ্যেই তুরস্ক ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়।
বর্তমানে ৪০টিরও বেশি দেশে প্রচার হচ্ছে এই সিরিজ। যার মধ্যে রয়েছে স্পেন, চীন, চিলি, পেরু, রোমানিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, জর্জিয়া, কাজাখিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, ইসরায়েল, লেবানন, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া প্রভৃতি দেশে।
বছরের প্রথম দিন (১ জানুয়ারি, ২০২৫) থেকে এই বহরে যুক্ত হচ্ছে বাংলাদেশ নামটিও। খবরটি নিশ্চিত করেন মাছরাঙা টেলিভিশনের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল।
‘বড় ভাই’ নামের বাংলা ডাবিং করা সিরিজটি চার ভাইবোনের জীবন সংগ্রাম ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে আবর্তিত। বাবা-মায়ের অকাল মৃত্যু তাদের জীবনে নানা চ্যালেঞ্জ নিয়ে আসে। একসঙ্গে থেকে সেই প্রতিকূলতার মোকাবিলা করে তারা। পরিবার, ভালোবাসা এবং ট্র্যাজেডির চমৎকার মিশেলে নির্মিত সিরিজটি খুব দ্রুত দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে।
মাছরাঙা কর্তৃপক্ষ জানায়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে সিরিজটি।