হলিউড ইন্ডাস্ট্রিতে নারী সমর্থনের নামে ভণ্ডামি হয় : সিডনি সুইনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১২:২৬ পিএম
হলিউড ইন্ডাস্ট্রিতে নারী সমর্থনের নামে ভণ্ডামি হয় : সিডনি সুইনি
মার্কিন তারকা সিডনি সুইনি। । ছবি: সংগৃহীত

হলিউডে নারীরা একে অপরকে ছোট করে বলে মন্তব্য করেছেন মার্কিন তারকা সিডনি সুইনি। সম্প্রতি সিডনি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

এই অভিনেত্রী বলেন, তাকে নিয়ে কটাক্ষ করলেন হলিউডের অভিজ্ঞ প্রযোজক ক্যারল বাউম। অপরিচ্ছন্ন এবং অভিনয় করতে জানে না বলে সিডনিকে উদ্দেশ্য করেন মন্তব্য করেন তিনি।

এ কটাক্ষের বিরুদ্ধে সিডনির প্রতিনিধির পক্ষ থেকে তখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। সেখানে বাউমকে একজন নারী হয়ে অন্য নারীকে আক্রমণ করার জন্য নিন্দা জানানো হয়।

এক সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে নারীরা একে অপরকে ছোট করে। তারাই একে অন্যকে টেনে নামাতে চায় যখন কেউ সফল হয়। পুরোনো নারী শিল্পীরা নতুন প্রতিভাদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের হতাশ করতে চান নানাভাবে। হলিউডে এগুলো চলে প্রায়ই।’

সিডনি  আরও বলেন, ‘‘এই ইন্ডাস্ট্রিতে সবাই বলে ‘নারীরা একে অপরকে সমর্থন করে’। কিন্তু কিছুই হচ্ছে না। সবকিছু ভণ্ডামি। তারা পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে। স্বপ্ন ভেঙে দিতে চায়।’’

হলিউড এই অভিনেত্রীর কথা , ‘আমরা একটা প্রজন্মগত সমস্যা দেখে ও শিখে বেড়ে উঠেছি যে, এখানে একমাত্র একজন নারীই শীর্ষে থাকতে পারে। একসঙ্গে অনেক নারী কখনো শীর্ষে যায় না। সেজন্যই একে অপরকে উৎসাহিত করার বদলে শীর্ষে যেতে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে বা একে অপরকে নামাতে বাধ্য হয়। কেউ সেরা কাজ করলেই তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়, তার শত্রু বেড়ে যায়।’

Link copied!