ভারতে ‘রাত দখল’ অভিযানে নামছেন নারীরা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার ( ১৪ আগস্ট) ‘রাত দখল’ আন্দোলনের ঘোষণা দিয়েছেন। মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল ভারত। প্রতিবাদের আগুন জ্বলে উঠেছে মশালের মতো।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পোস্টার। মেয়েদের এই রাত দখলের অভিযানে থাকবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
স্বস্তিকা প্রথম থেকেই এই অভিযান নিয়ে নানা তথ্য শেয়ার করে চলেছেন। শুধু কলকাতায় নয় মুম্বাই, বেঙ্গালুরুতেও এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই পোস্টারও শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর সেই সঙ্গে জানিয়েছেন যারা জমায়েতে যেতে পারবেন না তারা কী করবেন?
যারা কোনও কারণ বশত ‘রাত দখল’-এর অভিযানে বেরোতে পারবেন না তারা যদি প্রতিবাদ জানাতে চান তাহলে বাড়িতে থেকেই শঙ্খ বাজাতে পারেন। শঙ্খের সুরেই ন্যায়যুদ্ধের সূচনা করার ডাক দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, আর জি কর হাসপাতালে ঘটনার পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সন্দীপ ঘোষ নাকি বলেছিলেন, অত রাতে মেয়েটির একা থাকা ঠিক হয়নি। এতেই শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, কেন আজও নারীরা সকাল-সন্ধ্যা হোক বা রাত, নির্দ্বিধায় পথেঘাটে বেরুতে পারবে না? রাতে স্বাধীন বিচারণের অধিকার কি শুধু পুরুষের হাতে? সেই প্রেক্ষিতেই নারীদের রাত দখল করার এই অভিযানের ডাক দেওয়া হয়।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এখন একজোট টলিউড তারকারাও । রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, ঋদ্ধি সেনরা। প্রতিবাদ স্বরূপ দেবের ‘খাদান’ ও নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’ সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়ে বিচারের দাবি জানিয়েছেন বরেণ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
গত ৮ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।
ওই চিকিৎসকের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। তিনি ছিলেন মা-বাবার একমাত্র সন্তান। এমবিবিএস পাস করার পর আর জি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগে পোস্টগ্র্যাজুয়েট করছিলেন।