৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র পৃষ্ঠপোষকতায় এ আয়োজনে অদম্য সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চার নারীকে সম্মাননা প্রদান করা হয়।
জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা খাতে দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা, পরিচয়-সংকটে থাকা একঝাঁক শিশুকে শিক্ষার আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলস কাজ করে যাওয়া হাজেরা বেগম, কক্সবাজারের ‘সবুজ উদ্যোক্তা’ জাহানারা ইসলাম এবং ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক্ষক নাইমা খাতুন সম্মাননা পান।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামান এবং নৃত্য পরিবেশন করেন পূজা সেনগুপ্ত ও তাঁর দল তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার। ইন্দ্রানীর উপস্থাপনা ও অজয় পোদ্দারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত ৮.৩০ মিনিটে।
এ ছাড়া রাত ১০.৩০ মিনিটে থাকছে আলোচনা অনুষ্ঠান ‘নারীর জীবিকায়ন ও ভূমি অধিকার’। সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও অ্যাম্বেসি অব নেদারল্যান্ডস আয়োজিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ইবতিসাম নাসিম মৌ। অতিথি হিসেবে থাকছেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান এবং ব্যারিস্টার মিতি সানজানা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।