• ঢাকা
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০, ৯ রমজান ১৪৪৬

‘নারীরা ইঙ্গিতপূর্ণ প্রস্তাব পান তাদের দোষে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১০:১৮ এএম
‘নারীরা ইঙ্গিতপূর্ণ প্রস্তাব পান তাদের দোষে’
মমতা শঙ্কর। ছবি: সংগৃহীত

বরেন্য অভিনেত্রী মমতা শঙ্কর। সম্প্রতি অভিনেত্রীর এক মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। নারী দিবসের আগে দেয়া তার বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সমালোচনা তৈরি হয়েছে তাকে ঘিরে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সম্প্রতি, নারীরা কুপ্রস্তাব পাওয়ার জন্য নিজেরাই দায়ী—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মমতা শঙ্কর। তার মতে, নারীরা যদি নিজেদের ব্যক্তিত্ব দৃঢ়ভাবে প্রকাশ করতে পারেন, তবে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে না।  

এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন এই অভিনেত্রী। এর আগে নায়িকাদের শাড়ি পরার ধর নিয়ে মন্তব্য করে সমালোচনা মুখ পড়েছিলেন মমতা শঙ্কর। এছাড়া এর আগে প্রকাশ্যে চুম্বন নিয়ে তিনি বলেছিলেন, জন্তুরাও আমাদের চেয়ে ভালো আচরণ করে। এরপরেও অভিনেত্রীকে নিয়ে কম আলোচনা হয়নি। আর এবার তার নায়িকাদের প্রসঙ্গে মন্তব্য করার পর অনেক অভিনেতারাও এ বিষয়ে কথা বলছেন। এ তালিকায় আছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। তিনি নাম উল্লেখ না করেই লেখেন, উনি শঙ্কর প্রজাতির শিল্পী, সঙ্গে জুড়ে দেন একটি ভাবুক ইমোজি।

নেটিজেনরা দ্রুত বুঝতে পারেন, তিনি কাকে ইঙ্গিত করেছেন। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বিভিন্ন প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, এই সমাজে নানা অবস্থান থেকে মানুষ নির্যাতিত হয়, কিন্তু কেউ কেউ সেটাই বুঝতে চান না।এদিকে, আরেকজন মজার ছলে লেখেন, মানে, তার মধ্যে একটুও মমতা নেই বলছেন? সবটাই মায়া। মমতা শঙ্করের এই মন্তব্য নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। সামাজিক মাধ্যমে এটি এখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে।

Link copied!