• ঢাকা
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩০, ১৫ শা'বান ১৪৪৬

হলিউডে নারীদের নেতৃত্বে সিনেমার বক্স অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:২৯ পিএম
হলিউডে নারীদের নেতৃত্বে সিনেমার বক্স অফিস
নারী প্রধান সিনেমা নির্মাণ দিনকে দিন বাড়ছে। ছবি: সংগৃহীত

সিনেমা মানে নারীর গ্ল্যামার- বিশ্ব সিনেমায় এ ধারণার পরিবর্তন হয়েছে। নারী প্রধান সিনেমা নির্মাণ দিনকে দিন বাড়ছে। মেইনস্ট্রিম ইন্ডাস্ট্রিতেও আসছে সেই পরিবর্তন। সেই বাস্তব নজির স্থাপন করলো হলিউড!
সম্প্রতি প্রকাশিত একটি জরিপ বলছে, ২০২৪-এর ১০০টিরও বেশি বাণিজ্যিকভাবে সফল (টপ গ্রসিং) চলচ্চিত্রের মধ্যে প্রায় অর্ধেকের বেশিতে প্রধান অথবা মুখ্য পার্শ্ব চরিত্রের ভূমিকায় নারীদের দেখা গেছে। এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে দাবী করেছেন গবেষকেরা।

সম্প্রতি ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের শীর্ষ ১০০ চলচ্চিত্রের মধ্যে অর্ধেকেরও বেশি সিনেমায় প্রধান বা সহ-প্রধান চরিত্রে একজন নারী অভিনয় করেছেন। প্রথমবারের মতো এমন একটি বছর, যেখানে নারীদের প্রতিনিধিত্ব মার্কিন জনসংখ্যা জরিপে থাকা ৫০.৫% সীমার ওপরে গেছে!

তবে সেই প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রে জাতিগত বৈচিত্র্যের হার কমেছে। ইউএসসি ‘অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভ’ ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে মুক্তিপ্রাপ্ত ১,৮০০টি ব্যবসাসফল সিনেমা বিশ্লেষণ করেছে। যেখানে প্রধান ও সহ-প্রধান চরিত্রে থাকা অভিনেতাদের লিঙ্গ, জাতি, জাতিগত পরিচয় এবং বয়স মূল্যায়ণ করে প্রতিবেদন প্রকাশ করা হয়।

সদ্য প্রকাশিত জরিপ প্রতিবেদন নিয়ে ‘অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভ’-এর প্রতিষ্ঠাতা ড. স্টেসি এল. স্মিথ বলেন,“এবারই প্রথম ব্যবসাসফল শীর্ষ ১০০ চলচ্চিত্রের বিশ্লেষণে লিঙ্গ সমতা অর্জিত হওয়ার মতো ঘটনা ঘটলো।”
এসময় স্মিথ আরো জানান,“২০২৪-এ প্রথম পাঁচটির মধ্যে তিনটি ছবিতে এবং প্রথম ১০টির মধ্যে পাঁচটি ছবিতে নারী মুখ্য চরিত্র দেখা গেছে।”

এক্ষেত্রে সিন্থিয়া এরিভোর ‘উইকড’, মিকি ম্যাডিসনের ‘আনোরা’ এবং আন্যা টেলর-জয়ের ‘ফিউরিওসা: অ্যা ম্যাড মেক্স সাগা’–এর মতো সিনেমাগুলো হলিউডে নারীদের নেতৃত্বের এই ধারাবাহিকতাকে সামনে নিয়ে গেছে।

ইউএসসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শীর্ষ ১০০ চলচ্চিত্রের মধ্যে ৫৪টি সিনেমায় একজন নারী প্রধান বা সহ-প্রধান চরিত্রে ছিলেন। এটি ২০২৩ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে এগিয়ে। কারণ সে বছর ব্যবসাসফল ১০০ ছবির মধ্যে মাত্র ৩০টি সিনেমায় প্রধান চরিত্রে একজন নারী ছিলেন।

প্রতিবেদন অনুসারে, ইউনিভার্সাল পিকচার্স (৬৬.৭%), ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স (৫৫.৬%) এবং লায়ন্সগেট (৫৪.৫%)-এর মুক্তিপ্রাপ্ত অর্ধেকেরও বেশি সিনেমায় নারী অভিনেতারা প্রধান বা সহ-প্রধান চরিত্রে ছিলেন। প্যারামাউন্ট পিকচার্স (৪৪.৪%), ওয়াল্ট ডিজনি স্টুডিওস (৪০%) এবং সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট (৩৮.৫%)–এর সিনেমার ৪০% বা তার বেশি অংশে নারী নেতৃত্ব ছিল।

তবে জাতিগতভাবে প্রতিনিধিত্বশীল গোষ্ঠী থেকে প্রধান চরিত্রে থাকা অভিনেতাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউএসসির রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, লিঙ্গবৈষম্য কমলেও বর্ণ বৈষম্যের চেহারাটা বিশেষ পাল্টায়নি বরং ২০২৩ এর তুলনায় বৈষম্য খানিকটা বেড়েছে। ২০২৪-এ ১০০টির মধ্যে মাত্র ২৫টি ছবিতে শ্বেতাঙ্গ বাদ দিয়ে অন্য বর্ণের মুখ্য চরিত্র দেখা গেছে। ২০২৩-এ এই সংখ্যাটি ছিল ৩৭। –এবিসি নিউজ

Link copied!