দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার’ গত ১০ আগস্ট মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করেছে। তামিলনাড়ুর ৪০০টি স্ক্রিনসহ বিশ্বব্যাপী ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি রেকর্ড গড়েছে বক্স অফিসে। মুক্তির পর এরই মধ্যে ৬৫০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
এদিকে ‘জেলার’-এর দুর্দান্ত সাফল্যে সিনেমার ক্রু সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান। বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সিনেমার সাফল্যে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন কালানিথি। গত ৩১ আগস্ট সান পিকচার্সের সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এরপর বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দেন তিনি।
ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।