চলতি বছরের (২০২৫) অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছেন শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। ইন্ডি সিনেমা ‘আনোরা’ পাঁচটি পুরস্কার নিয়ে ৯৭তম অস্কারের সেরা সিনেমা হয়ে উঠবে, তা হয়ত অনেকের কল্পনাতেই ছিল না। সিনেমাটি একজন যৌনকর্মী এবং একজন রুশ অভিজাতের ছেলের গল্প নিয়ে তৈরি। সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগে অস্কার জিতেছে সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন।
সিনেমাটির পরিচালক শন বেকার এখন দ্বিতীয় ব্যক্তি, যিনি এক রাতেই চারটি অস্কার জিতেছেন। এমন কীর্তি গড়া প্রথম ব্যক্তি ছিলেন ওয়াল্ট ডিজনি।

সোমবার (৩ মার্চ) ভোরে হলিউডের ডলবি থিয়েটারে কমেডিয়ান কনান ও ব্রায়েনের উপস্থাপনায় আয়োজিত হয় ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী অ্যাড্রিয়েন ব্রডি তার দীর্ঘ বক্তৃতার শেষে ‘ব্যবসায়িক দমন-পীড়ন’, অ্যান্টিসেমিটিজম এবং বর্ণবাদ নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি একটি স্বাস্থ্যকর, সুখী এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব কামনা করি।”
‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতা জোয়ি সালদানা নিজ সংস্কৃতি এবং তার দাদিকে এই পুরস্কার উৎসর্গ করেন। তিনি বলেন, “আমি গর্বিত অভিবাসী পিতামাতার সন্তান, যারা স্বপ্ন, মর্যাদা এবং পরিশ্রমী হয়ে জীবন কাটিয়েছেন। এবং আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে অ্যাকাডেমি পুরস্কার গ্রহণ করছে এবং আমি জানি আমি শেষ নই।’
২০২৫ সালের অস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
সেরা সহ-অভিনেতা : ‘এ রিয়েল পেইন’ সিনেমার জন্য কিয়েরেন কালকিন
সেরা অ্যানিমেটেড ফিচার : ফ্লো
সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস
সেরা পোশাক পরিকল্পনা : ‘উইকেড’ সিনেমার জন্য পল ট্যাজওয়েল
সেরা মৌলিক চিত্রনাট্য : ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার
সেরা রূপান্তরিত চিত্রনাট্য : ‘কনক্লেভ’ সিনেমার জন্য পিটার স্ট্রন
সেরা মেকআপ : ‘দ্য সাবস্টেন্স’ সিনেমার জন্য পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গুইলন ও মেরিলিন স্কার্সেলি
সেরা সম্পাদনা : ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার
সেরা সহ-অভিনেত্রী : ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য জোয়ি সালদানা
সেরা প্রোডাকশন ডিজাইন : ‘উইকেড’ সিনেমার জন্য নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস
সেরা মৌলিক গান : ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার গান ‘এল মাল’
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
সেরা প্রামাণ্য চলচ্চিত্র : নো আদার ল্যান্ড
সেরা শব্দ পরিকল্পনা : ডুন-২
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস : ডুন-২
সেরা স্বল্পদৈর্ঘ্য লাইভ-অ্যাকশন চলচ্চিত্র : আই এম নট এ রোবোট
সেরা চিত্রগ্রহণ : ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য লল ক্রাউলি
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
সেরা মৌলিক সঙ্গীত : ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য ড্যানিয়েল ব্লামবার্গ
সেরা অভিনেতা : ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি
সেরা পরিচালক : ‘আনোরা’ সিনেমার জন্য শন বেকার
সেরা অভিনেত্রী : ‘আনোরা’ সিনেমার জন্য মাইকি ম্যাডিসন
সেরা চলচ্চিত্র : ‘আনোরা’