তারকাদের প্রায় সময়ই বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা শোনা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে। মাঝে মধ্যেই সেসব ভুয়া ফ্যান পেজ থেকে তাদের নামে ভুল তথ্য ছড়ানো এবং প্রতারণার অভিযোগ সামনে আসে। এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া।
সামজিক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় শবনম ফারিয়াকে। ব্যক্তিগত জীবনেও তিনি প্রতিবাদী কণ্ঠ। এবার সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের ডিপফেকের ছবির শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন।
ওই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না! এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এতো কষ্ট করে এডিট করে! আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই! এগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি!”
সবশেষ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “প্রমিস করলাম, এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।”
এর আগেও বেশ কিছু ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছিল। তখনও সোচ্চার হয়েছিল অভিনেত্রী।
প্রসঙ্গত, ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ওয়েব সিরিজ মোবারকনামায়। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের কাজ বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।