• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

হঠাৎ আলোচনায় কেন ‘কমলার বনবাস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৫:৪২ পিএম
হঠাৎ আলোচনায় কেন ‘কমলার বনবাস’

ঢালিউডের জনপ্রিয় ফোক ফিল্ম ‘কমলার বনবাস’। সিনেমাটি নির্মাণ করেছেন ফিরোজ আল মামুন। নব্বইয়ের দশকের একই নামে ঢাকা ও কলকাতায় দুটি সিনেমা দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। মুক্তির প্রায় তিন দশক পর হঠাৎ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরের পর থেকে ছবির পোস্টার শেয়ার করছেন অনেকে; কেউ কেউ ফেসবুক পোস্টে ছবির নাম লিখেছেন।

টিভির প্রিয় মুখ বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কমলার বনবাস’; সঙ্গে দুঃখের ইমোজি জুড়ে দিয়েছেন। বিজরীর পোস্টে ২ হাজার ৮০০–এরও বেশি রিঅ্যাকশন এসেছে। প্রায় ৪শ’ মন্তব্য এসেছে। 

বুধবার বিকেলে দেখা গেছে, ফেসবুকে প্রায় ১০ হাজারেরও বেশিবার ‘কমলার বনবাস’ শব্দটি নিয়ে আলোচনা করেছেন। ফেসবুকে ‘কমলার বনবাস’ নামটি ‘পপুলার নাউ’ হিসেবে দেখাচ্ছে। শুধু সিনেমা নয়, কমলার বনবাস নিয়ে বহু যাত্রাপালাও হয়েছে। বিশেষ করে গ্রামের দর্শকের মাঝে কমলা চরিত্রটি তুমুল জনপ্রিয়।

ঢাকায় ‘কমলার বনবাস’ নির্মাণ করেছেন ফিরোজ আল মামুন। এতে আনোয়ার শরীফ, রেবেকা, নাসির খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। কলকাতায় একই নামে আরেকটি ছবি নির্মাণ করেছেন পরিচালক স্বপন সাহা। এতে তাপস পাল, শতাব্দী রায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।

হঠাৎ করে ছবিটি নিয়ে এত চর্চা কেন? তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেসবুকে কেউ কেউ ইঙ্গিত করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের ভরাডুবিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’–এর সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াই করে হেরে গেছে কমলা।

Link copied!