• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

ঘনিষ্ঠ দৃশ্যের আগে নায়িকা কেন তার প্রেমিকের সঙ্গে কথা বললেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ১০:২৭ এএম
ঘনিষ্ঠ দৃশ্যের আগে নায়িকা কেন তার প্রেমিকের সঙ্গে কথা বললেন
কৌশানী মুখার্জি

সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে অভিনেত্রীদের মাঝেমধ্যে ঝামেলায় পড়তে হয়। ওপার বাংলায় মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ছবিতে পরমব্রত চ্যাটার্জি ও কৌশানী মুখার্জির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা কম নয়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে বিস্তারিত কথা বলেছেন নায়িকা।

কিন্তু টালিউডে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে নারী সুরক্ষার বিষয়টি উঠেছে বারবার। তাই বাইরে থেকে আনা হয়েছিল বিশেষ কো-অর্ডিনেটর। ছবির পরিচালকসহ অভিনয়শিল্পীরা এ নিয়ে সেশন করেছিলেন।

সাক্ষাৎকারে কৌশানীর এই সাফল্যের মাঝে প্রসঙ্গে ওঠে প্রেমিক অভিনেতা বনিকে নিয়ে। কৌশানী জানান, শুধু বনিই নন, পরিবারের সবাই কৌশানীর পাশে রয়েছে।

Tollywood celebrity | Bonny Sengupta and Koushani Mukherjee ...

এরপরই প্রসঙ্গ ওঠে, চুম্বন দৃশ্যের আগে বনির সঙ্গে আলোচনা করেছিলেন কি না কৌশানী। উত্তরে নায়িকা বলেন, ‘অবশ্যই। সব স্বাস্থ‌্যকর সম্পর্কেই এটা দরকার। আমার পার্টনারের মতামত গুরুত্বপূর্ণ। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিজেরই হয়, কাজের ক্ষেত্রে। ওর যা বলার ও বলেছিল। আগে আমাদের সিদ্ধান্ত ছিল, এ রকম কোনো দৃশ‌্য আমরা করব না।’

নায়িকা আরও বলেন, ‘আমরা দুজনে সম্পর্কে থাকার পর এটাই প্রথম ‘আইস-ব্রেক’ মোমেন্ট। আগে বনির ‘বরবাদ’-এ একটা লিপ কিস ছিল। কিন্তু তখন আমি ওর জীবনে ছিলাম না। তবে এটা প্রথম তেমন দৃশ‌্য যখন আমি ওর জীবনে রয়েছি। ফলে একটু সময় লেগেছিল। তবে চরিত্রের জন‌্য এটা অ‌্যাকসেপটেবল’- স্পষ্ট উত্তর অভিনেত্রীর।

Link copied!