লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় রাতে বসবে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। বিয়ন্সে, টেলর সুইফট, চার্লি এক্সসিএক্সসহ বড় তারকারা আছেন পুরস্কারের দৌড়ে। এ ছাড়া থাকবে জনপ্রিয় শিল্পীদের পারফরম্যান্স। এবারের গ্র্যামিতে ঝড় তুলবেন কে? এএফপি, ভ্যারাইটি অবলম্বনে জেনে নেওয়া যাক।
সর্বোচ্চ ৩২ গ্র্যামি জয়ের রেকর্ডটা তাঁর দখলে আগে থেকেই ছিল, সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও এবার বাগিয়ে নিয়েছেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে তাঁর মনোনয়ন সংখ্যা এখন ৯৯, স্বামী জে-জেডের ৮৮ মনোনয়নকেও এবার ছাড়িয়ে গেলেন ৪৩ বছর বয়সী গায়িকা।
গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ নানা ধরনের গান শুনে বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এ অ্যালবামের জন্যই গ্র্যামিতে ১১ মনোনয়ন বাগিয়েছেন বিয়ন্সে, নারী শিল্পী হিসেবে যা এক বছরে সর্বোচ্চ মনোনয়নের রেকর্ড। মনে করা হচ্ছে, এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পুরস্কার পাবেন বিয়ন্সে।
এবার অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। তবে নিশ্চিতভাবেই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটার দিকেই তাঁর চোখ থাকবে। কারণ, রেকর্ড ৩২ গ্র্যামি জিতলেও এই পুরস্কার তাঁর অধরাই থেকে গেছে, যা নিয়ে গত গ্র্যামির আসরে ভোটারদের রীতিমতো কটাক্ষ করেছেন বিয়ন্সের স্বামী জে-জেড।
তবে গুরুত্বপূর্ণ পুরস্কারের দৌড়ে ভালোভাবেই আছেন টেলর সুইফট, চার্লি এক্সসিএক্স, সাবরিনা কার্পেন্টাররা। গত বছর রেকর্ড চতুর্থবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পান টেলর সুইফট। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য এবারও পেয়েছেন মনোনয়ন।
আরও আছেন গত বছরের আলোচিত দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও। ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে টপচার্ট আর স্পটিফাইতে ঝড় তুলেছিলেন সাবরিনা, মনে করা হচ্ছে গ্র্যামির আসরেও বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেবে এই অ্যালবাম। এবারের গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন।
এ ছাড়া ছয়টি করে পেয়েছেন চ্যাপেল রোন, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফট। সাম্প্রতিক সময়ে কানাডীয় র্যাপার ড্রেকের সঙ্গে কাজিয়ায় জড়িয়ে আলোচনায় ছিলেন কেন্ড্রিক লামার।
এবারের গ্র্যামি মনোনয়নের অন্যতম বড় চমক বিটলসের ফেরা! গত বছরই এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে এ গান। বিটলস শেষ পর্যন্ত পুরস্কার পায় কি না, সেটাই এখন দেখার।
আগে এককভাবে মনোনয়ন পাননি চার্লি এক্সসিএক্স। অথচ এবার পেয়েছেন ৭ বিভাগে! বিয়ন্সে, সুইফট বা সাবরিনাকে নিয়ে অনেক আলোচনা হলেও অনেকে মনে করেছেন গ্র্যামিতে বাজিমাত করতে পারেন চার্লি। চলতি বছর ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে আলোচনায় ছিলেন ৩২ বছর বয়সী এই ব্রিটিশ গায়িকা। গ্র্যামিতে গাইবেনও চার্লি।
দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোন; গ্র্যামিতে তাঁদের পারফরম্যান্সও থাকছে। ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি!’–এর মতো আলোচিত গান গাইবেন তাঁরা।
গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন। ২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ‘ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস’ মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাঁকেও পারফর্ম করতে দেখা যাবে। দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্সের দিকেও চোখ থাকবে ভক্তদের। আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশও গাইবেন। তরুণ শিল্পীরা ছাড়াও থাকবে শাকিরা, টেডি সুইমসের গান।
গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমেছে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হচ্ছে অনুষ্ঠান। তবে গ্র্যামিতে থাকছে দাবানলের আঁচ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে গ্র্যামিতে থাকবে লেডি গাগা ও ব্রুনো মার্সের বিশেষ পরিবেশনা।