২৮তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। রোববার (বাংলাদেশে সোমবার) জাঁকজমকপূর্ণ আসরটি বসেছিল ফেয়ারমন্ট সেঞ্চুরি প্লাজাতে। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মার্কিন অভিনেত্রী চেলসি হ্যান্ডলার।
এবারের আসরে সেরা ছবির পুরস্কার জেতে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি। ‘দ্য হোয়েল’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ব্রেন্ডন ফ্রেজার। এছাড়া ‘টার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ব্ল্যানচেট। তেলেগু সিনেমা ‘আরআরআর’ পায় সেরা বিদেশি ভাষার সিনেমা ও সেরা গানের পুরস্কার।
এক নজরে এবারের বিজয়ীদের তালিকা
সেরা ছবি
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা
ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল
সেরা অভিনেত্রী
কেট ব্ল্যানচেট, টার
সেরা পার্শ্ব অভিনেতা
কে হুয় কোয়ান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পার্শ্ব অভিনেত্রী
অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী
গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস
সেরা দলীয় অভিনয়
গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিসটেরি
সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা মৌলিক চিত্রনাট্য
ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে
সারাহ পলি, ওমেন টকিং
সেরা সিনেম্যাটোগ্রাফি
ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক
সেরা প্রোডাকশন ডিজাইন
ফ্লোরেন্সিয়া মার্টিন, এন্থনি কারলিন, ব্যাবিলন
সেরা সম্পাদনা
পল রজার্স, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পোশাক ডিজাইন
রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা চুল এবং মেকআপ
এলভিস
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার
সেরা কৌতুক
গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিসটেরি
সেরা অ্যানিমেটেড ফিল্ম
গুইলারমো দেল তোরো’স পিনোচিও
সেরা বিদেশি ভাষার ছবি
আরআরআর
সেরা গান
নাটু নাটু, আরআরআর
সেরা স্কোর
হিলদুর গুডনাদোত্তির, টার
সেরা ড্রামা সিরিজ
বেটার কল সউল (এএমসি)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
বব ওডেনকার্ক, বেটার কল সউল (এএমসি)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জেনডায়া, ইউফোরিয়া (এইচবিও)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ)
জিয়ানকার্লো এসপোসিতো, বেটার কল সউল (এএমসি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ)
জেনিফার কুলিজ, দ্য হোয়াইট লোটাস (এইচবিও)
সেরা কমেডি সিরিজ
অ্যাবট এলিমেনটারি (এবিসি)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
জেরেমি অ্যালেন হোয়াইট, দ্য বিয়ার (এফএক্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
জিন স্মার্ট, হ্যাকস (এইচবিও ম্যাক্স)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ)
হেনরি উইঙ্কলার, ব্যারি (এইচবিও)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ)
শেরিল লি রালফ, অ্যাবট এলিমেন্টারি (এবিসি)
সেরা লিমিটেড সিরিজ
দ্য ড্রপআউট (হুলু)
সেরা চলচ্চিত্র (টেলিভিশন)
উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ/টেলিভিশন চলচ্চিত্র)
ড্যানিয়েল র্যাডক্লিফ, দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/টেলিভিশন চলচ্চিত্র)
আমান্ডা সেফ্রাইড, দ্য ড্রপআউট (হুলু)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ/টেলিভিশন চলচ্চিত্র)
পল ওয়াল্টার হাউজার, ব্ল্যাক বার্ড (অ্যাপল টিভি প্লাস)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ/টেলিভিশন চলচ্চিত্র)
নিসি ন্যাশ-বেটস – ডাহমার, মনস্টার: দ্য জেফরি ডাহমার স্টোরি (নেটফ্লিক্স)
সেরা বিদেশি ভাষার সিরিজ
পাচিনকো (অ্যাপল টিভি প্লাস)
সেরা অ্যানিমেটেড সিরিজ
হারলি কুইন (এইচবিও ম্যাক্স)
সেরা টক শো
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার (এইচবিও)
সেরা কমেডি স্পেশাল
নর্ম ম্যাকডোনাল্ড: নাথিং স্পেশাল (নেটফ্লিক্স)
সূত্র : দ্য হলিউড রিপোর্টার