• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

কে হচ্ছেন ‘ইন্ডিয়ান আইডল’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩, ১১:৫১ এএম
কে হচ্ছেন ‘ইন্ডিয়ান আইডল’

গান নিয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। অনেক প্রতিভাবান শিল্পী উঠে এসেছেন এ আসর থেকে। রোববার (২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত হবে এ আয়োজনের ফাইনাল পর্ব। যেখানে ঘোষিত হবে বিজয়ী আইডলের নাম।

দীর্ঘ ৭ মাস পর যাত্রা শেষ হবে সংগীতের এ প্রতিযোগিতার। গোটা ভারত থেকে অংশ নেওয়া হাজার হাজার প্রতিযোগীকে টপকে চূড়ান্ত পর্ব তথা ড্রিম ফিনালেতে এসেছেন ছয়জন। তারা হলেন- শিবম সিং, ঋষি সিং, বিদীপ্তা চক্রবর্তী, চিরাগ কোতওয়াল, দেবস্মিতা রায় ও সোনাক্ষী কর।

‘ইন্ডিয়ান আইডল’ এর ফাইনাল পর্বে বিচারক হিসেবে থাকছেন সংগীত তারকা বিশাল দাদলানি, নেহা কাক্কার ও হিমেশ রেশমিয়া। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আছেন আদিত্য নারায়ণ ও ‘কমেডি কুইন’ খ্যাত ভারতী সিং।

দর্শকদের জন্য ইতোমধ্যে ফাইনাল পর্বের প্রোমো প্রকাশ হয়েছে। ফাইনাল আয়োজনটি যে ব্যাপক জমকালো হতে যাচ্ছে তা স্পষ্ট। দর্শকরা অবশ্য তুমুল কৌতূহলে আছেন শেষ পর্যন্ত বিজয়ী হবেন কে তা নিয়ে। ছয় তরুণের মধ্যে শেষ হাসি কার ঠোঁটে ফুটবে? এ অপেক্ষার পালা কিন্তু আর বেশি নয়।  

Link copied!