এবার বহিষ্কার নিয়ে নিপুণকে যা বললেন জায়েদ খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ১১:১৯ এএম
এবার বহিষ্কার নিয়ে  নিপুণকে যা বললেন জায়েদ খান
জায়েদ খান ও নিপুণ আক্তার । ছবি: কোলাজ

আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘ দিন ধরে দেশের বাইরে আছেন ভাইরাল এই নায়ক। তাকে কখনো দেখা যায় কানাডায়, আবার কখনো দেখা যায় যুক্তরাষ্ট্রে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনে ৫ আগস্টের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এ সাধারণ সম্পাদক।

অনেকের ধারণা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও তার বিরুদ্ধে মামলা হওয়ায় দেশে আসতে পারছেন না জায়েদ খান। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি একটি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছেন।  

আর দেশে ফেরার বিষয়ে জায়েদ খান জানিয়েছেন, তিনি কোনো অন্যায় করেননি।  তাই দেশে ফিরতে ভয়ও পান না।

জায়েদ খান বলেন, ‘দেশে তো আর বাবা-মা নাই, ভাই-বোন নাই। আমি এই জায়গায় (নিউইয়র্কে) একটা কোম্পানির সঙ্গে কাজ করতেছি। যেহেতু দেশে অনেক দিন কাজ করলাম, দেশে কাজও কম, রাজনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণে অনেক শিল্পী কাজ পাচ্ছেন না, সবাই তো বিদেশে এসে কাজ করছেন। আমিও বিভিন্ন জায়গায় শো করছি। এখানে আমি বসে নেই। দেশে ফেরার ব্যাপারে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি তো কোনো অন্যায় করে আসিনি, কোনো অপরাধ করে আসিনি।’

নিপুণ আক্তারকে বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি যা করেছে, তা অনেক আগেই করা উচিত ছিল। ইন্ডাস্ট্রির মানুষের তার সঙ্গে সম্পর্কই রাখা উচিত না। একটা ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান তিনি কোথায় নিয়ে গেছেন! নায়িকারা হচ্ছেন ভালোবাসার প্রতীক, তারা মানুষের সঙ্গে সাবলীল থাকবে, ভালোভাবে থাকবে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির আগেরন মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধীতা করেছিলেন জায়েদ ও নিপুণ। ঘোষিত ফলে জায়েদ বিজয় লাভ করলেও আদালত থেকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা হন নিপুণ। সভাপতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে এরপর দায়িত্ব পালন করে গেছেন নিপুণ। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার ক্ষমতাবলে নিপুণ শিল্পী সমিতিতে প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। 

Link copied!