বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিলো তার মৃতদেহ। তরুণ এই অভিনেতার মৃত্যু নিয়ে কম জলঘোলা হয়নি। সবার মনে প্রশ্ন ছিলো যে এটা কি খুন নাকি আত্মহত্যা। তবে তিনি যে আত্মহত্যাই করেছিলেন এটা জানিয়ে দিল সিবিআই।
পাঁচ বছর কেটে গিয়েছে সুশান্তের মৃত্যুর। শনিবার (২২ মার্চ) মুম্বাই আদালতকে সিবিআই এই মামলার অন্তিম রিপোর্ট জমা দিল। সেখানে প্রাথমিকভাবে মামলাটি আত্মহত্যা বলেই জানানো হয়েছিল। অন্তিম রিপোর্টেও সিবিআই নিশ্চিত করল, আত্মহত্যাই করেছিলেন এই অভিনেতা।
সুশান্তের মত্যুর ঠিক সাত দিন আগেই মৃত্যু হয়েছিল অভিনেতার ম্যানেজার দিশা সালিয়ানের। মেয়ের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে সম্প্রতি নতুন করে তদন্ত চেয়ে বম্বে হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন দিশার বাবা।
অন্যদিকে, সুশান্তের ভাই নীরজ কুমার সিং বাবলুও নতুন করে তদন্তের দাবি করেছিলেন। সংবাদমাধ্যমের কাছে সুশান্তের ভাই বলেছেন, ঠাকরে সরকার চেয়েছিল ঘটনা গোপন করতে। তাদের উদ্দেশ্যই ছিল তদন্ত বন্ধ করিয়ে দেওয়া।
সুশান্তের মৃত্যুর সঙ্গে দিশার মৃত্যুর যোগ রয়েছে। ১২ তলা থেকে একটা মানুষ পড়ে গেলে তার মৃতদেহের পাশে রক্ত থাকবে। কিন্তু দিশার দেহের পাশের রক্তের ছিঁটেফোটা ছিল না। এর অর্থ আগেই ওকে খুন করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই তদন্তে ইতি টানার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সিবিআই।