• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২, ১৮ শাওয়াল ১৪৪৬

অন্তরঙ্গ দৃশ্যে হঠাৎ অভিনেতা যা করে বসলেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১১:৫২ এএম
অন্তরঙ্গ দৃশ্যে হঠাৎ অভিনেতা যা করে বসলেন
অনুপ্রিয়া গোয়েঙ্কা

বলিউডের সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য প্রায়ই দেখা যায়। এসব দৃশ্যে অভিনেত্রীতে মাঝেমধ্যে অস্বস্তিতে পড়তে হয়। মোটেও সহজ নয় এ কাজ। কখনো কখনো সহ-অভিনেতারা সর্বাত্মক সহযোগিতা করেন, আবার কিছু ক্ষেত্রে ঘটে যায় ব্যতিক্রম ঘটনা।

তেমনই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের পরিচিত মুখ অনুপ্রিয়া গোয়েঙ্কা। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় সহ-অভিনেতার নিয়ন্ত্রণহীন আচরণ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সিনেমার সেটে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে গিয়ে কীভাবে অস্বস্তিতে পড়তে হয়েছিল তাকে, সেটাই জানালেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, এমনই এক দৃশ্যে অভিনয় করতে গিয়ে একজন অভিনেতা প্রায় তার পশ্চাদ্দেশে হাতই দিয়ে দিচ্ছিলেন।

সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিংয়ের সময় দুইবার এমন পরিস্থিতির শিকার হয়েছেন, যেখানে সহ-অভিনেতার উত্তেজনা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল! একবার তো চুম্বনের দৃশ্য শুটিংয়ের সময় তিনি বুঝতে পারছিলেন যে উল্টো দিকের মানুষটা নিজেকে সামলাতে পারছেন না! অনুপ্রিয়া বলেন, ‘তখনই মনে হয়েছিল, এটা তো ঠিক হচ্ছে না। অপমানিত লাগছিল।’

দ্বিতীয় আরেক ঘটনা শেয়ার করে অভিনেত্রী জানান, একবার তিনি এমন পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করাই স্বাভাবিক ছিল। কিন্তু সহ-অভিনেতা সরাসরি তার নিতম্বে হাত রাখেন! অনুপ্রিয়া বলেন, ‘ওইটা একদমই দরকার ছিল না! কোমরেও তো ধরতে পারত।

’যদিও তাকে সরাসরি কিছু না বলে, অনুপ্রিয়া নিজেই তার হাত তুলে কোমরে রাখেন আর নরম স্বরে বলেন, ‘পরের টেক থেকে এখানে ধরো, নিচে নয়।’ 

ঘনিষ্ঠ দৃশ্য মানেই কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে, তা কিন্তু নয়! তিনি বলেন, ‘আলতো করেও চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিংয়ে, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে।’

অনুপ্রিয়া গোয়েঙ্কা বর্তমানে বলিউডের অনেক পরিচিত মুখ। ‘পদ্মাবত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর মতো সিনেমায় নজর কেড়েছেন তিনি। এছাড়া বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও দেখা গেছে অভিনেত্রীকে।

Link copied!