• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

হানিমুন থেকে ফিরে স্ত্রী রোজাকে নিয়ে যা জানালেন তাহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৭:২৬ পিএম
হানিমুন থেকে ফিরে স্ত্রী রোজাকে নিয়ে যা জানালেন তাহসান
তাহসান ও রোজা

মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক তাহসান গান। বিয়ের খবর সবাইকে জানিয়ে হানিমুনের জন্য মালদ্বীপে চলে যান দুজনে। হানিমুন সেরে সদ্য দেশে ফিরেছেন তাহসান-রোজা। দেশে ফিরেই সংগীতে মনোনিবেশ করেছেন তাহসান। এবার স্ত্রী রোজাকে নিয়ে গানের শুটিংয়েও ফিরেছেন তাহসান। হঠাৎ রোজাকে দেখে নেটিজেনদের ধারণা, হয়তো স্ত্রীকে এবার গানের ভিডিওতে হাজির করবেন তাহসান। যদিও একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাহসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রোজাকে নিয়ে তেমন কোনো চিন্তা নেই তার।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন

সাক্ষাৎকারে নিজের আগামীর কাজ নিয়েও নানা তথ্য দেন শিল্পী। আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানিয়েছেন তাহসান। জানালেন, এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তিনি। আসন্ন সিনেমা ‘জংলি’তেও ‘জনম জনম’ নামে একটি গানের কাজ করেছেন তিনি। যেটি এই বছরের আলোচিত গান হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এবারের ভালোবাসা দিবস উপলক্ষে থাকছে আরও বেশ কয়েকটি গান আছে। ভালোবাসা দিবস প্রসঙ্গে তাহসান বললেন, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।’

এদিকে বুধবার নতুন অনুষ্ঠানের খবর দিলেন এই তারকা। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছেন তিনি। পারিবারিক বিনোদনের এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন তাহসান খান। ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর তা উপভোগ করা যাবে। আজ বুধবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়।

Link copied!