• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

পুলিশ-আনসার-র‌্যাবের পোশাক নিয়ে যা বললেন শাওন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০১:৪৮ পিএম
পুলিশ-আনসার-র‌্যাবের পোশাক নিয়ে যা বললেন শাওন

সম্প্রতি দেশের পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই তিন সংস্থার নতুন পোশাক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে মানুষ স্ট্যাটাস দিচ্ছেন। বাদ যাননি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনও।

বিষয়টি নিয়ে সোমবার (২০ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাওন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না। পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না। নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে—নাকি ইচ্ছাকৃতভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনব না।”

শাওন আরও লিখেছেন, “আমার শুধু একটাই কৌতূহল। এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে প্রকৃতপক্ষে কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে? সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা, রাজনৈতিক দল, জুলাই বিপ্লব না কী অন্য কোনো কোটায় পাবেন?”

এর আগে গত শুক্রবার (১৭ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার শিকার হন শাওন। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

Link copied!