• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

নতুন বছরে দর্শকদের উদ্দেশ্যে যা বললেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১২:২৫ পিএম
নতুন বছরে দর্শকদের উদ্দেশ্যে যা বললেন শাকিব খান
শাকিব খান। ছবি: সংগৃহীত

সুপারস্টার শাকিব খানের দখলে ছিল ২০২৪ সালটি। গতবছর মুক্তি পেয়েছে তার অভিনীত তিনটি সিনেমা- ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এরমধ্যে ‘তুফান’ তো রীতিমতো ঝড় তুলেছে সিনেমা হলে। এটি দেখার জন্য সিনেমা হলে উপচেপড়া ভীড় ছিল দর্শকের। অন্যদিকে বাকি দুটি সিনেমাও কমবেশি সাড়া ফেলেছে।

এবার বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির হলেন সুপারস্টার। দর্শক-অনুরাগীদের নতুন বছরের (২০২৫) শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে শাকিব খান লিখলেন, ‘সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

শীর্ষ এই নায়ক আরও বলেন, “পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

সবশেষে নতুন বছরেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় শাকিবের। জনপ্রিয় এই অভিনেতার ভাষ্য, ‘নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।’

বিদায়ী বছরে ৫৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে বেশকিছু গণমাধ্যমের বছরের আলোচিত সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে শাকিব খানের তিনটি সিনেমাই। অন্য সিনেমাগুলো কোনো আলোচনায় আসতে পারেনি।

Link copied!