• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

‘বরবাদ’ সিনেমার সফলতা নিয়ে যা বললেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৩:৪৫ পিএম
‘বরবাদ’ সিনেমার সফলতা নিয়ে যা বললেন শাকিব খান
শাকিব খান । ছবি: ফেসবুক থেকে

এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর দারুণ সফলতা পেয়েছে সিনেমাটি। সিনেমার সফলতা নিয়ে সুপারস্টার শাকিব খান বলেন, “পট পরিবর্তনের পর সিনেমা মুক্তি দেওয়া এক ধরনের ঝুঁকি মনে হয়েছিল। কারণ, এই সময়ে দর্শক হলমুখী হবেন কি না এ নিয়ে বেশ চিন্তিত ছিলাম। কিন্তু যে ভয় পেয়েছি তার কিছুই হয়নি। সিনেমাপ্রেমী দর্শকরা পরিবার-পরিজন নিয়ে ‘বরবাদ’ দেখছেন। জেনেছি, দর্শক চাপে লায়ন সিনেমাস, মধুবন সিনেপ্লেক্স’সহ বেশ কয়েকটি হলে মিডনাইট শো চলছে। এটা বাংলা সিনেমার জন্য খুবই ইতিবাচক দিক। ঈদের আমেজ শেষ হলেও এখনো টিকিট নিয়ে হাহাকার, এটা শুনতে বেশ ভালো লাগছে।”

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পরে ‘তাণ্ডব’ সিনেমার বাজেট বেড়েছে। এ তথ্য জানিয়ে শাকিব খান বলেন, “আমি সবসময় সব ধরনের দর্শকদের হৃদয়ে দাগ কাটতে চেয়েছি। আমার টার্গেট ছিল গুলশান টু গুলিস্তানের দর্শক, সবাইকে হলমুখী করা। তা পেরেছিও। এখন সব শ্রেণির মানুষ পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে বাংলা সিনেমা দেখছেন। তারই প্রমাণ ‘বরবাদ’। 

এই সিনেমার দর্শক সাড়ার ফলে ‘তাণ্ডব’ সিনেমার বাজেট দিগুণ বেড়েছে। দর্শকদের প্রত্যাশাও অনেক। তাদের কথা মাথায় রেখেই কাজ করছি। ‘তাণ্ডব’ সিনেমায় দর্শক নতুন কিছু দেখতে পাবেন। প্রত্যাশা করছি, এই সিনেমাও দর্শকদের ভালো লাগবে।”
বাংলা সিনেমা নিয়ে শাকিব খান বলেন, “বাংলাদেশের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে খুব বেশি দিন লাগবে না। আশা করছি, নেটফ্লিক্স, অ্যামাজন বছর খানেকের মধ্যেই বাংলাদেশে ঢুকবে। সিনেমার বাজেট বেড়ে যাবে। বলিউডের সঙ্গে বাংলাদেশের সিনেমার প্রতিযোগিতা হবে।”

সালমান খানের তারকা খ্যাতি এবং তার নিরাপত্তা নিয়েও কথা বলেন শাকিব খান। র্দীঘ আড্ডার মাঝেই পরবর্তী শটের সময় আসে। শুরু হয় মেকআপরে প্রস্তুতি। বলে রাখা ভালো, ‘তাণ্ডব’ সিনেমার লুক প্রকাশ না করতেই এফডিসির বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেননি শাকিব খান।

‘বরবাদ’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের ‘এসকে ফিল্মস’ আন্তর্জাতিক পরিবেশনায় যুক্ত হচ্ছে। ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ‘বরবাদ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এমন খবরে আনন্দিত এই নায়ক।

এ বিষয়ে শাকিব খান বলেন, “আমাদের সিনেমার বাজার বড় হচ্ছে। প্রবাসে বসবাসরত বাঙালিরা দেশের সিনেমা দেখতে চান। অন্য দেশের দর্শকেরাও আমাদের সিনেমা দেখছেন। এটা অবশ্যই ইতিবাচক। ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে হলে সব দেশের মানুষের কাছেই সিনেমা নিয়ে যেতে হবে।” 

Link copied!