• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লরেন্স বিষ্ণোইয়ের হুমকির মুখে যা বললেন সালমানের বাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৫:২৩ পিএম
লরেন্স বিষ্ণোইয়ের হুমকির মুখে যা বললেন সালমানের বাবা
বাবা সেলিম খানের সঙ্গে সালমান খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি খুন হয়েছে বলিউড স্টার সালমান খানের ঘনিষ্ঠ রাজনীতিবিদ, ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকি । আততায়ীদের গুলিতে তিনি মারা গেছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা তাকে খুন করেছে। আর এই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরাই সালমান খানের বাড়িতে গুলি করেছিল। এবার ৫ কোটি টাকা না দিলে সালমানের পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো। লরেন্স বিষ্ণোইয়ের এমন হুমকিতে নড়েচড়ে বসেছেন সালমান খানের বাবা। আতঙ্কে রয়েছেন সালমান খানের গোটা পরিবার।

এর আগে  লরেন্স বিষ্ণোইয়ের টিম কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ এন ছিলেন সালমান খানের বিরুদ্ধে। এই প্রজাতির হরিণকে পবিত্র বলে মনে করেন লরেন্স বিষ্ণোইদের গ্যাং। তাই ভাবেবেগে আঘাত লেগেছে তাদের। প্রতিশোধ নিতে সালমানকে হত্যা করাই তাদের মূল লক্ষ্য।

সেই বিষয় নিয়েই এবার  কথা বললেন সালমান খানের বাবা সেলিম খান। তার দাবি, তার ছেলে সালমান কখনও কোন পশুর ক্ষতি করতেই পারেন না। এমনকি কৃষ্ণসার হরিণ হত্যার সময় ঘটনাস্থলে তিনি উপস্থিতই  ছিলেন না বলে দাবি তার বাবার সালমান এতটাই পশুপ্রেমী যে নিজের অসুস্থ পোষ্য কুকুরের সেবা করেছেন। সেই কুকুরটি মারা যাওয়ার পরে অঝোরে কেঁদেছেন ভাইজান।

সেলিম বলেন, ‘সালমান খান আমাকে কখনও মিথ্যে বলে না। পশুদের মারতে ও মোটেই পছন্দ করে না। ও পশুদের খুব ভালবাসে।” তবে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় লরেন্স বিষ্ণোই বার বার দাবি করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সালমানকে। এই প্রসঙ্গে সেলিম বলেন, “ক্ষমা চাওয়ার অর্থ মেনে নেওয়া যে সে ওই হরিণ হত্যা করেছে। আমরা একটা আরশোলাও কোন দিন মারিনি। তাহলে কেন ক্ষমা চাইবে সালমান? কার কাছে ক্ষমা চাইবে? ওরা কত জনের কাছে ক্ষমা চেয়েছে? ওরা কটা পশুর প্রাণ বাঁচিয়েছে?’

সেলিম স্পষ্ট জানিয়ে দেন, তার ছেলে কোনো অপরাধই করেনি। তিনি বলেন, “ও কি কোনো অপরাধ করেছেন? আপনি কি তাকে দেখেছেন করতে? আপনি কি বিষয়টি তদন্ত করেছেন? এমনকি আমরা কোনোদিন কোনো বন্দুকও ব্যবহার করিনি।”

নায়কের বাবা আরও জানান, সালমানকে ভয় দেখাতে বিষ্ণোইরা খুন করেছে বাবা সিদ্দিকীকে, একথা মানতে মোটেও রাজি নন তিনি। তিনি বলেন, “না, আমার মনে হয় না এর মধ্যে কোন সম্পর্ক আছে। এর সঙ্গে বাবা সিদ্দিকীর কী সম্পর্ক? এরকম যে কোনো গল্প আমরা বানাতে পারি। তুমি আমাকে সালাম দাওনি, আমি তোমাকে মেরে ফেলব।”

১২ অক্টোবর সালমানের ঘনিষ্ঠ মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়। খুনের দায় নেয় বিষ্ণোই গ্যাং। যারপরেই আরও জোরদার করা হয়েছে সালমানের নিরাপত্তা বেষ্টনী।

এদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকিকে সামনে রেখে ৬০ জন দেহরক্ষী নিয়ে বিগ বস-এর শুটিং করেছেন সালমান খান।

Link copied!