• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,

উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন সালমান মুক্তাদির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৬:১৮ পিএম
উপদেষ্টা নাহিদকে নিয়ে যা বললেন সালমান মুক্তাদির
অভিনেতা সালমান মুক্তাদির। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন আন্দোলনের নেতাকর্মী এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকা, নাট্য নির্মাতা, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটররা। যার দেখা মিলছে সোশ্যাল মিডিয়ায়। #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এ অবস্থায় তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল, অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের। তিনি পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সবকিছু শেয়ার করতে পারছো। প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না।’

তিনি আরও লিখেছেন, ‘অভিযোগ করো, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি বা আমরা কয়েক শ’ মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। যা অস্বীকার করার কোনো উপায় নেই।’

Link copied!