সম্প্রতি আনুষ্ঠানিক ‘ডেডবডি’ সিনেমার পোস্টার প্রকাশ হল এফডিসিতি। সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্ম ইকবাল। সিনেমার একপি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ‘ডেডবডি’তে অভিনয় নিয়ে জনপ্রিয় এই নায়ক বলেন, ‘ক্যারেক্টার বিশ্লেষন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি প্রথমে নেগেটিভ পয়েন্ট অব ভিউ থেকে সিনেমাটাকে নিয়েছি। পরে আমাকে ইকবাল বললো তুই আগে গল্পটা শোন। গল্পটা শোনার পরে আমি বলেছি যে, এই গল্পটার একটা চরিত্রে হলেও আমাকে কাজ করতেই হবে। এর আগে আমি অনেক ছবি করেছি। আপনারা ভিন্ন ধর্মী অনেক চরিত্রেই আমাকে দেখেছেন। কিন্তু এই ক্যারেক্টারের মতো কোনো চরিত্রে আমি কাজ করিনি। ’
ওমর সানী আরও বলেন,‘ ইকবাল বন্ধু হিসেবে অনেক পুরনো। বন্ধুরা আসলে পুরনোই হয়। কিন্তু ডিরেক্টর হিসেবে সে নতুন। তখন আমার কাছে মনে হয়েছে, একজন প্রযোজক নতুন ডিরেক্টর হিসেবে হয়েছে কি না কি যেনো করে। কারণ আমার অনেক সৌভাগ্য হয়েছে, বাংলাদেশে যারা লিজেন্ড ,যাদের আরও ১০০ বছর মনে রাখবে এমন ব্যক্তিদের ছবিতে আমি অভিনয় করেছি। মিন্টু সাহেব, গাজী সাহেব সহ আরও অনেকের ছবিতে অভিনয় করেছি। কিন্তু ইকবালের সাথে কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে, না, ইকবাল আসলেই অনেক বছর ধরে কাজ করছে। ইকবাল অনেক ভালো ডিরেকশন জানে, এবং গুছিয়ে কাজ করতে পারে। আরেকটি বিষয় অসাধারণ মনে হয়েছে, সেটি হলো, অভিনেতার থেকে কিভাবে অভিনয়টা আদায় করে নিতে হয় এটাও সে শিখে ফেলেছে।’
সানী আরও বলেন , ‘সিনেমা থেকে ভোরবেলায় শুটিং শুরু করার বিষয়টি একদম উঠেই গিয়েছে। কিন্তু এই সিনেমায় আমরা সেটি করেছি। শ্যামল মাওলা সকাল ৬ টায় উঠেছে, জিয়াউল রোশাল সকাল ৫ টায় উঠেছে, কাজ করেছে। আমি ধরেই নিয়েছিলাম আমিই বোধহয় ১ নাম্বারে। কিন্তু গিয়ে দেখি আমার আগে রোশন বসে আছে। এই ক্রেডিট টুকু সম্পূর্ণই ইকবালের। আরো যে সকল ছবি ঈদে রিলিজ হবে সেগুলোর জন্যও সাধুবাদ রইলো, এই ছবিটার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এই ছবিটা ভিন্নধর্মী ছবি, নতুনত্বের একটা ছায়া আছে। আপনার ভাববেন না, এটা একটা অন্য টাইপের ছবি। এবং আমাকে কাস্ট করার জন্য আবারও আমার ও আমার পরিবারের পক্ষ থেকে ইকবালকে অনেক ধন্যবাদ।’