• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

‘বরবাদ’ নিয়ে যা বললেন মিশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০২:৫৭ পিএম
‘বরবাদ’ নিয়ে যা বললেন মিশা
বরবাদ সিনেমায় অভিনেতা মিশা সওদাগর। ছবি: ভিডিও থেকে

জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। পর্দায় দাপটের সঙ্গে নিজেকে মেলে ধরেন। আর বাস্তবে ধর্মীয় অনুশাসনের মধ্যেই থাকতে পছন্দ করেন এই অভিনেতা। নিয়মিত নামাজ পড়েন। রোজার মাসটাও সিয়াম সাধনার মধ্যদিয়েই কাটান তিনি। এবারের ঈদ দেশের বাইরে পালন করার পরিকল্পনা তার। মিশার কথায়, আমার ছেলেরা দেশের বাইরে থাকে। তারা এবার দেশে আসতে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে আমি তাদের কাছে চলে যাবো। সেখানেই ঈদ করবো।

এদিকে সম্প্রতি প্রকাশ পায় মিশা অভিনীত ‘বরবাদ’ সিনেমার টিজার। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা। ঈদের এ সিনেমা প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বরবাদ’র গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। একইসঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এটি এবং টেকনিক্যাল দিক থেকে সবচেয়ে উন্নত মানের।

মিশা মনে করেন, এটা একেবারে বাংলাদেশেরই সিনেমা। কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অভিনেতা বলেন, ‘আমি হাজারও সিনেমা করেছি। কিন্তু ‘বরবাদ’র এই চরিত্র আমার কাছে একেবারে নতুন।’

বরবাদ সিনেমায় ফের শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে ‘বরবাদ’। এটি রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। বলা হচ্ছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা এটি।

Link copied!