• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিয়ে ও সিনেমা প্রসঙ্গে যা বললেন মেহজাবিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০১:৩০ পিএম
বিয়ে ও সিনেমা প্রসঙ্গে যা বললেন মেহজাবিন

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকার প্রথম সারিতেই থাকবেন মেহজাবিন চৌধুরী। ছোট পর্দার গণ্ডি পেড়িয়ে ওটিটিতেও মেহজাবিনের পদচারণা শুরু হয়েছে। ভিকি জাহিদ এর পরিচালনায় মেহজাবিন অভিনীত ‘দ্য সাইলেন্স’ ওয়েব সিরিজ ওটিটি প্লাটফর্ম ‘বিঞ্জ’ -এ মুক্তি পাচ্ছে আজ।

মুক্তির আগে শনিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে অবস্থিত এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে‘দ্য সাইলেন্স’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। ওয়েব সিরিজ নিয়ে কথার এক ফাঁকে ২০২৩ এ বিয়ে করছেন কিনা জানতে চাইলে মেহজাবিন হেসে বলেন, ‘‘আজকে আমরা আসছি সাইলেন্স নিয়ে কথা বলতে, বিয়ের সানাই নিয়ে না। বিয়ে নিয়ে সাইলেন্স।’’

সিনেমায় তাকে দেখা যাবে কিনা এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এখন যা করছি এগুলাও তো কাজ। আমি আলাদা করে সিনেমার কথা ভাবিনা। আমি মনে করি প্রতিটা কাজ যে মাধ্যমেই আসছে না কেনো দর্শক যদি সেই কাজ পছন্দ করে তবে আমার জন্য সেটাই ভালো। যদি নাটক কিংবা ওয়েবে হয় সেটাও আমার জন্য বড় পাওয়া। আবার যদি বড় পর্দায় দেখতে পান সেটাও আমার জন্য অনেক বড় পাওয়া হবে।’’

মেহজাবিন এ সময় মজার ছলে বলেন, ‘‘আজকেও আপনারা বড় পর্দাতেই ‘দ্য সাইলেন্স’ দেখবেন। কিছুটা সিনেমার কাছাকাছি বলা যাবে।’’

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবিন। মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‍‍`অপেক্ষার ফটোগ্রাফি‍‍` ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ঈদুল আযহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। ‘থার্ড আই’ তার লেখা প্রথম নাটকের গল্প।

 

Link copied!