• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

পরীমনির সঙ্গে কী সম্পর্ক, মুখ খুললেন গায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:২৯ পিএম
পরীমনির সঙ্গে কী সম্পর্ক, মুখ খুললেন গায়ক
গায়ক শেখ সাদী, পরীমনি। ছবি: কোলাজ

তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পরীমনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তখন তার জামিনদার হয়েছিলেন এই সাদী ।

সেই ঘটনার পর থেকে পরীমনির সঙ্গে নিয়মিতই দেখা যেত তাকে। যার ফলে প্রশ্ন উঠতে থাকে, পরীমনির সঙ্গে তার কী সম্পর্ক। একসময় তাদের নিয়ে ওঠে প্রেম গুঞ্জনও।

যদিও বিষয়টি নিয়ে পরীমনির পক্ষ থেকে কোনো মন্তব্য না আসলেও শেখ সাদী মুখ খুললেন। তিনি জানিয়েছেন, পরীর সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তবে পারিবারিকভাবে একটি সম্পর্ক রয়েছে।

তবে সাদীর সাম্প্রতিক একটি পোস্ট নজর কাড়ে সবার। যেখানে ‘পরী’র প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদী। সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়াও ইঙ্গিত দেয় আরও গভীর কিছুর।

রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদী। আর ছবিগুলোর ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য। যার বাংলা অর্থ দাঁড়ায়- ‘মেয়েদের আর ভালো লাগে না। আমি পরীর যোগ্য’।

সাদীর এমন ফেসবুক পোস্টে পরীমনিও সাড়া দেন। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরী লেখেন, ‘ওহ’।

এরপর থেকেই ফের প্রেম জল্পনা পরী-সাদীকে নিয়ে। সাদীর পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন, ‘দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল।’ আরেকজন লেখেন, ‘আমাদের সন্দেহ ঠিক ছিল।’ অপর আরেকজন লেখেন, ‘আগেই ধারণা করেছিলাম, আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল।’

Link copied!