বিশ্বব্যাপী মুক্তির পর থেকেই বক্স অফিসে যেমন ঝড় তুলছে ‘অ্যানিম্যাল’ ঠিক তেমন সমালোচনাও হচ্ছে সিনেমাটি নিয়ে। সিনেমায় খল অভিনেতা ববি দেওল ও অভিনেত্রী মানসী তক্ষকের মধ্যে বৈবাহিক ধর্ষণের একটি দৃশ্য রয়েছে। যা নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এর আগে এই বিষয়টি নিয়ে অভিনেত্রী মানসী মুখ খুললেও নীরব ছিলেন অভিনেতা ববি দেওল। এবার নীরবতা ভেঙে সেই দৃশ্যের জবাব দিয়েছেন ববি। খবর হিন্দুস্তান টাইমস।
এক সাক্ষাৎকারে ববি বলেন, “যখন আমি আবরার চরিত্রের কথা শুনি, তখনই বুঝতে পারি, মুখে কিছু না বলেও (অভিনয় দিয়ে) অনেক কিছু করে দেখানো সম্ভব।”
এ সময় ওই বিশেষ দৃশ্যের বিষয়ে পরিচালক সন্দীপের ওপর কতটা আস্থা ছিল সে বিষয়টিও তুলে ধরেন ববি। তিনি বলেন, “আমি যখন ওই চরিত্রে অভিনয় করছিলাম, তখন নিজেকে শৃঙ্খলবদ্ধ মনে হয়নি। আমি কেবল ওই চরিত্রে অভিনয় করছিলাম যে কিনা একজন খারাপ লোক এবং সে এভাবেই নারীদের সঙ্গে আচরণ করে, সে এমনই। এবং আমি এভাবেই ওই চরিত্রে অভিনয় করেছি।”
অ্যানিম্যাল সিনেমায় খল অভিনেতা আবরারের চরিত্রে অভিনয় করেছেন ববি। এই সিনেমায় তাকে তিনটি বিয়ে করতেও দেখা যায়। তিন নম্বর বিয়ে করেই আবরারকে তার তৃতীয় স্ত্রীর ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। এই বৈবাহিক ধর্ষণের দৃশ্য বর্তমানে বেশ ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে কথা বললেন ববি। অভিনেতা জানান, দৃশ্যটি করার সময় তার কোনো অস্বস্তি কাজ করেনি। পরিচালক তাকে সাহায্য করেছিলেন এই দৃশ্যটি ঠিকভাবে করার জন্য।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’। এতে রণবীর কাপুরের সঙ্গে আছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় দেখা যাচ্ছে এই সিনেমাটি।