• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভক্তদের কি দুঃসংবাদই দিয়ে দিলেন ক্যাটরিনা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ১২:১৪ পিএম
ভক্তদের কি দুঃসংবাদই দিয়ে দিলেন ক্যাটরিনা!
ক্যাটরিনা কাইফ

দিন কয়েক আগে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তৃতীয় বিয়েবার্ষিকী উদ্‌যাপন করেছেন। বিশেষ দিনে ভিকি-ক্যাটরিনা একসঙ্গে ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন। 

কয়েক বছর ধরে অভিনয়ে তেমন একটা দেখা যায় না ক্যাটরিনাকে। বলিউডে গুঞ্জন, অভিনেত্রী নাকি অভিনয়কে বিদায় জানিয়েছেন। তাহলে কি ভক্তদের দুঃসংবাদই দিলেন ক্যাটরিনা, নাকি আবারও নিয়মিত হবেন অভিনয়ে। 

২০২১ সালে ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা ও ভিকি। সে বছরই মুক্তি পায় ক্যাটরিনা অভিনীত ছবি ‘সূর্যবংশী’। পরবর্তী তিন বছরে একটি করে ছবি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ফোন বুথ’, ‘টাইগার ৩’ এবং ‘মেরি ক্রিসমাস’। চলতি বছর জানুয়ারি মাসে মুক্তি পায় ‘মেরি ক্রিসমাস’।  তার পর থেকে ক্যাটরিনা নতুন কোনো ছবির ঘোষণা করেননি। ইন্ডাস্ট্রির একাংশের দাবি, বিয়ের পর পরিবারকেই সময় দিচ্ছেন ক্যাটরিনা।

জানা যায়, নিজের প্রসাধনী ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। অভিনয়ে ফেরার বিষয়টি এখনো অনিশ্চিত।

এর আগে শোনা গিয়েছিল ফারহান আখতারের পরিচালনায় ‘জি লে জ়ারা’ ছবিতে প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভাটের সঙ্গে থাকবেন ক্যাটরিনা। তবে এই ছবিটি আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। 

Link copied!