• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

সাফল্যের ক্ষেত্রে বাধা কী, জানালেন করণ জোহর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম
সাফল্যের ক্ষেত্রে বাধা কী, জানালেন করণ জোহর
করণ জোহর । ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর সবসময় আলোচনায় থাকেন। মাঝেমধ্যে এমন সব বক্তব্য দেন যা সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। একজন নির্মাতা যদি তার দৃষ্টিভঙ্গির ওপর গভীরভাবে বিশ্বাস রাখেন, তবেই দর্শকরা সবচেয়ে অসম্ভব ক্ষেত্রেও বিশ্বাস হারাবে না। তাদের যা দেখানো হবে, ওই পরিস্থিতির জন্য ওটাই সঠিক বলে তারা বিশ্বাস করবেন বলে জানিয়েছেন পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জোহর আরও বলেন, ‘উদাহরণস্বরূপ এসএস রাজামৌলি স্যারের সিনেমাই ধরুন। আপনি কোথায় যুক্তি খুঁজে পাবেন?’ তিনি বলেন, ‘রাজামৌলির ছবিগুলো সম্পূর্ণরূপে প্রত্যয়ের ওপর নির্মিত, সেই প্রত্যয় দর্শকরাও বিশ্বাস করেন। তবে কেবল তার ছবি নয়, ‘অ্যানিমেল’, ‘আরআরআর’, ‘গদর’সহ সব বড় ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।’

পরিচালক বলেন, ‘একজন ব্যক্তি একা হাতে একটি হ্যান্ডপাম্প দিয়ে এক হাজার জনকে হারানোর পেছনে সত্যি কি কোনো যুক্তি রয়েছে? এটা বাস্তবে মোটেই সম্ভব নয়। পরিচালক অনিল শর্মার আত্মবিশ্বাস এটা যে, সানি দেওল এটি করতে পারেন।’

করণ জোহর বলেন, ‘অনিল শর্মা সানির চরিত্রটিকে এতটাই বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন যে, দর্শকরা তার ক্ষমতায় বিশ্বাস করেছিলেন।’ তিনি বলেন, চলচ্চিত্র নির্মাতাদের জন্য দৃঢ় প্রত্যয় অপরিহার্য। কারণ আত্ম- সন্দেহ, দর্শকদের প্রত্যাশাকে অতিরিক্ত চিন্তা করা এবং যুক্তির ওপর খুব বেশি গুরুত্ব দেওয়া সাফল্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

Link copied!