• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফারুকীর ‘৮৪০‍‍’ সিনেমা ‍দেখতে এসে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ১২:০৩ পিএম
ফারুকীর ‘৮৪০‍‍’ সিনেমা ‍দেখতে এসে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ
কলাকুশলীদের সঙ্গে সিনেমা দেখেছেন নাহিদ ও আসিফ। ছবি: সংগৃহীত

নন্দিত নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার নির্মিত পলিটিকাল ক্রাইম থ্রিলার ‍‍‘৮৪০‍‍’ চলতি মাসের ১৩ ডিসেম্বর দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা । 

মুক্তি উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় বিশেষ শো।

বিশেষ এই অনষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে সিনেমাটি দেখেছেন তারা।

শো শুরুর আগে সিনেমাটি নিয়ে কথা বলেছেন ছবির প্রযোজক, নির্মাতাসহ বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা।

অনুষ।টানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘শুরু থেকেই আমাদের লড়াই চলছিল। আমরা সবেমাত্র সেই লড়াইয়ের একটা ধাপ পাড় করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের। কিন্তু যেটা দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হলো সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামীর সার্বজনীন সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।’

সিনেমা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’

বিশেষ এই শো-এর আগে নির্মাতা ফারুকী বলেন, “এটি রাজনৈতিক বিদ্রূপধর্মী একটি সিনেমা। এটা নির্মাণ করেছি গেল বছরের নভেম্বর মাসে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। ছবিটা যারা দেখবেন তারা হয়ত বুঝতে পারবেন, নির্মাণের সময় আমরা কতটা আতঙ্কের মধ্যে ছিলাম। সে সময় সাবেক প্রধানমন্ত্রীর লোকেরা আমাদের সব সময় পাহাড়ায় রেখেছে। প্রতিদিন রাতে আমি ভাবতাম, কখন যে অমাকে ধরে ফেলে। এমন কি নওগাঁয় ডিসি অফিসের শুটিংয়ের সময়ও তারা আমাদের ঝামেলায় ফেলতে চেয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এটাই আশা কথা।”

সিনেমার এই শো’তে ছিলেন ‘৮৪০’ সিনেমার অভিনেতা নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদার। 

এ  সময়ে  উপস্থিত ছিলেন নির্মাতা রায়হান রাফী, মোহাম্মদ মোস্তাফ কামাল রাজ, শঙ্খ দাশগুপ্ত, অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সাদিয়া আয়মান, সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, জেফার রহমানসহ আরও অনেকে।

Link copied!